শ্রোতাদের মতামত
'ইরানের নারীরা অন্যান্য দেশের নারীদের কাছে অনুকরণীয় হতে পারে'
জনাব, আমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ৮ অক্টোবর রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে 'নারী: মানব ফুল' আমার খুব ভালো লেগেছে। অনুষ্ঠানটির ৩৮তম পর্ব প্রচারিত হয়, যা উপস্থাপনা করেন নাসির মাহমুদ ও রেজোয়ান হোসেন। তাদের সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটিকে উপভোগ্য করে তুলেছে।
'নারী: মানব ফুল' অনুষ্ঠানে নারীদের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষ করে ইসলাম যে নারীকে অসামান্য সম্মান দিয়েছে, সে বিষয়টি পবিত্র কুরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হয়। ফলে যেসব নারী নিজেদেরকে আধুনিক মনে করে পাশ্চাত্য সংস্কৃতি ও ভাবধারা লালন করেন, তাদের ভুল ভাঙবে বলেই আমরা মনে করি।
আসলে বিশ্বে ইসলামই একমাত্র ধর্ম যে ধর্ম নারীকে সম্মান ও মর্যাদা দিয়েছে। আর কোন ধর্ম নারীকে সম্পত্তির উত্তরাধিকার দেয়নি, দেন-মোহর দেয়নি, স্বামী-সন্তাদেরকে মাকে লালন-পালনের নির্দেশনা দেয়নি। এর সবকিছুই দিয়েছে ইসলাম।
ইসলামের মতে, নারী ও পুরুষ সমান মর্যাদার অধিকারী। ইরানে এ বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়ে থাকে। ফলে দেশ গঠনে, পরিবার গঠনে নারী-পুরুষ মিলে দায়িত্ব পালন করে থাকে।
জাতির ভাগ্য পরিবর্তনে ইরানি নারীরাও ভূমিকা রেখেছেন। এমনকি পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে নারীদের অবদান ছিল অসামান্য। ইরানের নারীরা হিজাব বজায় রাখার মাধ্যমে নিজেদের সম্মান ও নিরাপত্তাকে জোরদার করেছে। ইরানের নেতৃত্বও নারীদের সুশিক্ষা ও নৈতিক শিক্ষার উপর জোর দিয়েছে। আসলে নারীর উন্নতির উপর একটি জাতির উন্নতি নির্ভর করে, পক্ষান্তরে নারীর অধঃপতনের উপর সেই সমাজের অধঃপতন নির্ভর করে।
ইরানের ইসলামি বিপ্লবও নারীর পোষাকের শালীনতা বজায় রাখার পক্ষে। শালীনতা বজায় রেখেই ইরানের নারীরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখে চলেছে। ফলে তারা অন্যান্য দেশের নারীদের কাছে অনুকরণীয় হতে পারে।
ধন্যবাদান্তে,
শরিফা আক্তার পান্না
(অর্থ-সম্পাদক, আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ)
ছায়াপ্রস্থ, ২০৬/১ খড়ম পট্টি
কিশোরগঞ্জ- ২৩০০, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।