শ্রোতাদের মতামত
'ফিলিস্তিনের চলমান পরিস্থিতির জন্য দখলদার ইসরাইলই দায়ী'
দখলদার ইসরাইলিদের হত্যা-নির্যাতন ও পাশবিকতায় অতিষ্ঠ ফিলিস্তিনি জাতির পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিগত মাসগুলোতে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে অপরাধযজ্ঞ চালিয়েছে তার স্বাভাবিক ও বৈধ প্রতিক্রিয়া হিসেবে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলে বিশাল আকারের অভিযান চালিয়েছে। প্রতিরোধ ছাড়া তাদের সামনে ভিন্ন কোনো পথ বাকি নেই।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, দখলদার ইসরাইলে ফিলিস্তিনি সংগ্রামীদের হামলার প্রতি সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয়, ইরান ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সার্বক্ষণিক সরাসরি যোগাযোগ বজায় রেখে চলেছে। ফিলিস্তিনিদেরকে বীরোচিত অভিযানের জন্য গোটা ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন। দখলদার বাহিনীর আগ্রাসী তৎপরতার বিরুদ্ধে এই অভিযান ছিল দাঁতভাঙা জবাব। ইরান সরকারের পক্ষ থেকে সরাসরি ফিলিস্তিনিদের অভিযানকে সমর্থন জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। জাতীয় সংসদের পক্ষ থেকে অকুণ্ঠ সমর্থন জানানো হয়েছে। তেহরানে বহু মানুষ উল্লাস প্রকাশ করেছে, মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে।
ইয়েমেনের সরকার ও জনগণ, কাতার সরকার, সিরিয়ার সরকার, ইরাকের সরকার ও জনগণও ফিলিস্তিনিদের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছে এবং ফিলিস্তিনিদের সাথে একাত্মতা ঘোষণা করেন। ফিলিস্তিনের চলমান পরিস্থিতির জন্য দখলদার ইসরাইলই সব দিক থেকে দায়ী । ফিলিস্তিনিদের ‘দৃঢ় সংকল্প’ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তাদের চূড়ান্ত বিজয়ের সুসংবাদ বহন করছে।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির কথার রেশ ধরেই বলতে হয় সেদিন বেশি দূরে নয় যেদিন সকল মুসলিম জাতি একসঙ্গে তাদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে নামাজ আদায় করবে। ইসরাইলের তুলনায় অতি সামান্য সামরিক সরঞ্জাম ও সুযোগ-সুবিধা নিয়ে ফিলিস্তিনি যোদ্ধারা আকস্মিক অভিযান চালিয়ে ইসরাইল সরকারের ভারসাম্য নষ্ট করে দিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ারি করে দিয়ে বলেছেন, আঞ্চলিক সমীকরণ বদলে গেছে এবং যুদ্ধ করে আর তেল আবিব পার পাবে না বরং এখন থেকে যেকোনো ধরনের যুদ্ধ ইহুদিবাদীদের জন্য ক্ষতির কারণ হবে। তিনি মুসলিম উম্মাহর প্রতি এক বার্তায় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রেসিডেন্ট রায়িসি ইসরাইল-বিরোধী যুদ্ধে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার জন্য মুসলিম জাতিগুলোর প্রতি আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের ইসরাইল-বিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এই অভিযান ‘নিষ্ঠুরতার বিশ্ব জুড়ে’ আতঙ্ক ও বিস্ময় সৃষ্টি করেছে। ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী সেনাদের দীর্ঘদিনের আগ্রাসনের জবাবে বিশাল আকারের সামরিক অভিযান শুরু করে। আর ভয়ে হতভম্ব ইসরাইল মুক্তির জন্য মিশরকে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে তেল আবিব। একটা কথা বলতেই হয় ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সমর্থন ও সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।
ধন্যবাদান্তে
মহ: হাফিজুর রহমান
চুপী মিলন সংঘ
গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী
জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১