'ফিলিস্তিনিদের সত্য কাহিনি তুলে ধরা রেডিও তেহরানের বলিষ্ঠ পদক্ষেপ'
(last modified Sat, 21 Oct 2023 17:00:41 GMT )
অক্টোবর ২১, ২০২৩ ২৩:০০ Asia/Dhaka
  • 'ফিলিস্তিনিদের সত্য কাহিনি তুলে ধরা রেডিও তেহরানের বলিষ্ঠ পদক্ষেপ'

আসসালামু আলাইকুম। পত্রের প্রথমেই দখলদার ইসরাইলিদের হত্যা-নির্যাতন ও পাশবিকতায় অতিষ্ঠ ফিলিস্তিনিদের অশ্রু মিশ্রিত করুণ কাহিনী নিরপেক্ষভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য কুর্নিশ জানাই আমার প্রিয় রেডিও তেহরান বাংলা বিভাগ এবং তার কলাকুশলীদের।

দখলদার বাহিনীর আগ্রাসী তৎপরতার, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে অপরাধযজ্ঞ দীর্ঘদিন ধরে করে চলেছে তার সবিস্তার খবর, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রতিনিয়ত আমাদের জানিয়ে চলেছে রেডিও তেহরান। গাজার ফিলিস্তিনিদের সত্য কাহিনি তুলে ধরা রেডিও তেহরানের বলিষ্ঠ পদক্ষেপ। রেডিও তেহরান একদিকে যেমন অসহায় ও আর্ত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর অপরদিকে ইহুদিবাদী, জালিম, মার্কিন তাঁবেদারীর বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। এমন সাহসিকতার পরিচয় বর্তমানে পাওয়া খুবই কঠিন।

এটা একটা বড়ো চ্যালেঞ্জ যে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ইসরাইলে বিশাল আকারের অভিযান চালানোর সঠিকভাবে খবর জানানো। রেডিও তেহরান না শুনলে ফিলিস্তিনিদেরকে বীরোচিত অভিযানের কাহিনী বিশ্বের কাছে অজানাই থেকে যেতো। সব দিক থেকেই ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার ভূমিকা মনে রাখার মতো।

বর্তমানে বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, দর্পন, আলাপন, কথাবার্তা ইত্যাদি বেশ কিছু পরিবেশনায় এ বিষয়ে সবিস্তারে পর্যালোচনা, প্রতিবেদন, আলোচনা, বিশ্লেষণ তুলে ধরে আমাদের জানার আকাঙ্ক্ষাকে পূরণ করে চলেছে রেডিও তেহরান বাংলা বিভাগ।

প্রাত্যহিক জীবনের নানান কর্মব্যস্ততার মাঝে রেডিও তেহরান আমাদের কাছে হাজির হয় জ্ঞানের ডালি নিয়ে, খবরের ভাণ্ডার নিয়ে। তাই রেডিও তেহরানকে ছেড়ে যেমন থাকা যায় না, তাকে রেখে তেমন কোথাও যাওয়া যায় না। জীবনের চলার পথে রেডিও তেহরান তাই রয়েছে আমাদের মনে, মননে, চিন্তায়, ভাবনায়, প্রশান্তির ছোঁয়ায়, আনন্দ উল্লাসে, হাসি আনন্দে, সুখের অনুভূতিতে, গর্বের প্রশান্তিতে। আর এভাবে রয়ে যাবে জীবনের শেষ পর্যন্ত।

 

মহ: হাফিজুর রহমান

চুপী মিলন সংঘ

গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী

জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

 

 

ট্যাগ