'ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরানের মতো আর কেউ সংবাদ পরিবেশন করে না'
(last modified Tue, 24 Oct 2023 16:03:10 GMT )
অক্টোবর ২৪, ২০২৩ ২২:০৩ Asia/Dhaka
  • 'ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরানের মতো আর কেউ সংবাদ পরিবেশন করে না'

মুহতারাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। নানা ব্যস্ততার কারণে অনেকদিন ধরেই প্রিয়জনের আসরে লিখছি না। কিন্তু লাইভ অনুষ্ঠান শুনতে না পারলেও আর্কাইভ থেকে অনুষ্ঠান শুনতে মিস করি না। অন্যকোন গণমাধ্যম ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরানের মতো এভাবে গুরুত্ব দিয়ে সংবাদ ও সংবাদ বিশ্লেষণ পরিবেশন করে না। এজন্য রেডিও তেহরান বাংলা বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 

সাম্প্রতিক ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে মজলুম মুক্তিকামী ফিলিস্তিন অসহায় নারী-পুরুষদের জন্য সত্যিই মন কাঁদে। মন চায় যেন পাখির মতো উড়ে গিয়ে মজলুম ফিলিস্তিনিদের জন্য লড়াই করি। 

এবার হামাসের আকস্মিক হামলায় ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলো বিস্ময়ে হতবাক হয়ে গেছে। হামাসের এই সাহসিকতাপূর্ণ কাজের জন্য আরববিশ্ব আবার জেগে উঠেছে এবং মধ্যপ্রাচ্যের হিসাব-নিকাশ বদলে দিয়েছে। হামাসের হঠাৎ জ্বলে উঠাকে ইসরাইলের জন্য বিশাল সামরিক ব্যর্থতা ও রাজনৈতিক বিপর্যয় বলা যেতে পারে। কারণ তাদের বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটছে না। তাদের বহু সাধের আয়রন ডোম প্রযুক্তি এবং গোয়েন্দাগিরি কোন কাজেই আসেনি।

ইসরাইলি সামরিক বাহিনীর প্রতি তাদের নাগরিকদের যে আস্থা ও বিশ্বাস ছিল, তাতেও ভয়ংকরভাবে ফাটল ধরেছে এবং অনেক ইসরাইলই ভয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। আর এ কারণেই নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য ইহুদিবাদী দখলদার শক্তি ও অবৈধ ভুঁইফোড় রাষ্ট্র ইসরাইল গাজায় নিরীহ নিরাপদ মানুষের উপর নির্বিচারে বিমান হামলা করে হত্যাযজ্ঞে মেতে উঠেছে এবং সারাবিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তাদের নৃশংস হামলা থেকে রেহাই পায়নি হাসপাতালে আশ্রয় নেওয়া নিরীহ নিরাপদ আহত লোকজন। 

শুধু তাই নয়, চলমান এই যুদ্ধ পরিস্থিতিতে গাজার প্রায় ২২ লাখ বাসিন্দা ইসরাইলের আগ্রাসী আচরণে পানি, বিদ্যুৎ ও গ্যাসবিহীন অবরুদ্ধ জীবন যাপন শুরু করেছে, যেন মৃত্যু উপত্যকা। ঘনবসতি–অধ্যুষিত এলাকাগুলোয় নির্বিচারে বোমা বর্ষণ করছে। আসলে মধ্যপ্রাচ্যের কসাইখ্যাত কুখ্যাত রক্তপিপাসু বেনজামিন নেতানিয়াহু যখন অভ্যন্তরীণ রাজনীতিতে কোনঠাসা এবং নানা সমস্যায় জর্জরিত তখন নিজের রাজনৈতিক ব্যর্থতা ঢাকার জন্য সে গাজায় বর্বরোচিত নৃশংস হামলা চালাচ্ছে আর তাকে সামরিক সমর্থন দিচ্ছে তথাকথিত গণতন্ত্রের লেবাসধারী ও মানবাধিকারের বুলি আওড়ান আধিপত্যবাদী আমেরিকা ও তাদের ইউরোপীয় দোসররা। এ ধরনের বর্বরোচিত ও নৃশংস হামলার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

আল্লাহর কাছে প্রার্থনা করছি তুমি এই ইহুদিবাদী ইসরাইলিদের সকলকে হেদায়েত দান কর, না হয় তোমার খোদায়ী শক্তি দ্বারা এদেরকে মাটির সাথে মিশিয়ে দাও। আমিন। মা-আসসালাম।

 

বিনীতভাবে


মো. জিল্লুর রহমান
সতিশ সরকার রোড,
গেন্ডারিয়া, ঢাকা।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ