শ্রোতাদের মতামত
সংবাদের পাশাপাশি অনেক বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান থাকে রেডিও তেহরানে
আসসালামু আলাইকুম। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। সপ্তাহের সাত দিনই সংবাদ এবং নিয়মিত পরিবেশনাগুলোর পাশাপাশি অনেক বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান থাকে এ বেতারে। এগুলো থেকে জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করছি।
সারাদিন কোন খবর শুনতে না পারলেও সন্ধ্যায় রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনলেই যথেষ্ট। এখানে বাংলাদেশ ও ইরানসহ সারাবিশ্বের সংবাদ পাওয়া যায়।
২৪ অক্টোবর তারিখে দৃষ্টিপাত অনুষ্ঠানে শব্দ দূষণ নিয়ে প্রচারিত প্রতিবেদনটি অনেক গুরুত্বপূর্ণ ছিল। শব্দ দূষণ থেকে পরিত্রাণের উপায়সমূহ অনেক কার্যকর বলে মনে হয়েছে।
অন্যদিকে ইমাম হাসান আসকারি (আ.)-এর জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনাটি অত্যন্ত ভালো লেগেছে। এর মাধ্যমে অজানা তথ্য জেনেছি। ওনার ২৮ বছরের জীবন আর ৬ বছরের ইমামতকাল ছিল অনেক যুগান্তকারী ও চিরস্মরণীয়। একজন ন্যায়বান ইমাম হওয়া সত্ত্বেও তাকে কারাগারে বন্দী করে থামাতে না পেরে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়; যা খুবই দুঃখজনক। সর্বোপরি আলোচনাটি ভালো লেগেছে।
সুন্দর অনেক অনুষ্ঠান উপহার দেওয়ায় রেডিও তেহরান অনুষ্ঠান উপস্থাপনার সাথে সংশ্লিষ্ট সবাইকে এবং শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রেরক
ড. নাজমা বেগম
প্রফেসর, ভূগোল ও পরিবেশ বিভাগ
অধ্যক্ষ, নীলকান্ত সরকারি কলেজ, কুমিল্লা।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫