শ্রোতাদের মতামত
'রেডিও তেহরান না শুনলে আমরা অজ্ঞই থেকে যেতাম'
জনাব, পত্রের প্রথমের আমার আন্তরিক প্রীতিময় শুভেচ্ছা জানাই। তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ 'বিশ্বসংবাদ', সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণমূলক অনুষ্ঠান 'দৃষ্টিপাত', সাপ্তাহিক ধারাবাহিক 'সুন্দর জীবন', পত্রপত্রিকায় প্রকাশিত খবর নিয়ে 'কথাবার্তা' এবং ইমাম মাহদি (আ.)-এর আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত নতুন ধারাবাহিক 'শেষ ত্রাণকর্তা' অনুষ্ঠান নিয়ে সাজানো ২৯ অক্টোবরের অনুষ্ঠান গভীর মনোযোগ সহকারে শুনলাম। প্রত্যেকটি অনুষ্ঠানই ছিল আকর্ষণীয় ও উপভোগ্য।
প্রথমের পবিত্র কুরআনের তেলওয়াত সেইসাথে বাংলা তর্জমার ভালো লাগলো। শুরুতেই পবিত্র কুরআনের তেলাওয়াত ও বাংলা তর্জমা আমাদের রেডিও তেহরান বাংলা বিভাগের সাথে একাত্মা করে তোলে। পুরো অনুষ্ঠান শোনার রসদ যোগায়।
সোহেল আহম্মেদের সুন্দর পরিবেশনায় বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও তরতাজা বিশ্বসংবাদ শুনলাম। নিরপেক্ষ সংবাদ বলতে আমি সবসময় রেডিও তেহরানের বিশ্ব সংবাদের কথা বলে থাকি। গুরুত্বপূর্ণ চলমান পরিস্থিতির খবর নিয়ে আজকের বিশ্বসংবাদ বেশ ভালো লাগলো। বিশ্বসংবাদে ঢাকা থেকে রেডিও তেহরানের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের প্রতিবেদন শুনলাম বাংলাদেশের চলমান রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে বিশেষ করে বিএনপির ডাকা হরতাল নিয়ে। সেইসাথে যুদ্ধ বিরোধী প্রস্তাবে ভারতের ভোটদানে বিরত থাকা নিয়ে বিরোধীদলগুলোর মতামত নিয়ে কোলকাতার সাংবাদিক আব্দুল হাকিমের প্রতিবেদন খুবই ভালো ছিল।
বিশ্বসংবাদের পর আজকের সংবাদ বিশ্লেষণধর্মী অনুষ্ঠান দৃষ্টিপাত পরিবেশিত হলো যথারীতি দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। রেডিও তেহরানের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলাম যা বর্তমান সময়ের প্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ। মজলুম ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি বর্বরতায় আমেরিকার সমর্থন ও সাহায্য নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হলো। ইরান যেভাবে পশ্চিমা দেশগুলির দ্বারা অত্যাচারিত ও মজলুম দেশগুলির পাশে থাকে তা খুবই প্রশংসনীয়। তারপর বাংলাদেশে যানজটের নগরী ঢাকা ও ধীর গতির যানবাহনে ক্ষতি হচ্ছে কর্মঘণ্টার, বাধাগ্রস্ত হচ্ছে উন্নয়ন অর্থনীতি প্রসঙ্গে ঢাকা থেকে বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের প্রতিবেদন খুবই সুন্দর ছিল। সম্পূর্ণ নতুন বিষয় সমন্ধে অবগত হলাম। বাংলাদেশের রাজধানী ঢাকার ধারণ ক্ষমতা চেয়ে পরিবহনের অনুমোদন বেশি হওয়া এই সংকটের জন্য মূল দায়ী বলে আমিও মনে করি।
সুঅভ্যাস গড়ার উপায় শীর্ষক ধারাবাহিক আলোচনা বিষয়ক সাপ্তাহিক সুন্দর অনুষ্ঠান 'সুন্দর জীবন' নিয়মিত শুনছি।খুবই ভালো লাগছে এই সাপ্তাহিক ধারাবাহিক অনুষ্ঠান। আজ শুনলাম 'সুন্দর জীবন' অনুষ্ঠানের আরো একটি সুন্দর পর্ব। যুব সমাজের ওপর সাংস্কৃতিক আগ্রাসন নিয়ে বস্তুনিষ্ঠ ও চমৎকার আলোচনায় মন ছুঁয়ে গেলো l সত্যিই অসাধারণ অনুষ্ঠান। অনেক অজানা বিষয় জানতে পারলাম বলে সত্যিই ভালো লাগলো।
ওইদিন কথাবার্তা অনুষ্ঠানে বাংলাদেশের ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত পত্র পত্রিকার গুরুত্বপূর্ণ খবরগুলোর বিস্তারিত আলোচনার পাশাপাশি ছিল জনাব সিরাজুল ইসলামের বিশ্লেষণ। বাংলাদেশে ২৮ অক্টোবরের সমাবেশে হামলা, গ্রেফতার ও পণ্ড করার প্রতিবাদে সারা দেশে হরতাল চলছে। এরইমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ অনেক নেতাকর্মীকে আটক করা হয়েছে। এছাড়া, শনিবারের সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনা এবং গাজা থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের অভিযান ঠেকাতে ভয়াবহ ব্যর্থতার কথা স্বীকার করেছেন ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি কেন এই সত্য মনে নিলেন? এই দুটি বিষয়ে জনাব সিরাজুল ইসলাম সাহেব যথোপযুক্ত বিশ্লেষণ করেছেন ।
কথাবার্তা অনুষ্ঠানের পর শুনলাম ইমাম মাহদি (আ.)-এর আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত নতুন ধারাবাহিক অনুষ্ঠান "শেষ ত্রাণকর্তা"। সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশনায় নতুন ধারাবাহিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব খুবই ভালো লাগলো l বর্তমানে এক কঠিন সময় অতিবাহন করছি আমরা। এই সময়ে "শেষ ত্রাণকর্তা" অনুষ্ঠানটি আমাদের জন্য সঠিক পথের দিশা দেবে বলে আমি মনে করি। আমরা জানি ও বিশ্বাস করি এমন একজন ঐশী ত্রাণকর্তা অবশ্যই আসবেন যিনি মানুষকে মুক্ত করবেন দুষ্কৃতি, অন্যায়, জুলুম ও বঞ্চনার বেড়াজাল থেকে এবং মানুষের জন্য তিনি বয়ে আনবেন সর্বোচ্চ সম্মানজনক ও সৌভাগ্যময় জীবন। একজন চূড়ান্ত ও সর্বোচ্চ সংস্কারকের আগমনও অবশ্যম্ভাবী যিনি বিশ্বের সব ন্যায়কামী মানুষকে ঐক্যবদ্ধ করবেন এবং সবখানে সত্য ও প্রকৃত ধর্মের কর্তৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে এর সুফল সবার জন্য সুলভ করবেন। সঠিক ইসলামী পথ দেখায় আমার প্রিয় রেডিও তেহরান। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। রেডিও তেহরান না শুনলে আমরা সত্যিই অজ্ঞই থেকে যেতাম।
২৯ অক্টোবরের সামগ্রিক পরিবেশনা খুবই আকর্ষণীয়, মনোগ্রাহী ও সুন্দর ছিলো। তরতাজা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ বিশ্বসংবাদ, সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণ মূলক অনুষ্ঠান দৃষ্টিপাত, সাপ্তাহিক ধারাবাহিক সুন্দর জীবন, কথাবার্তা এবং ইমাম মাহদি (আ.)-এর আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত নতুন ধারাবাহিক "শেষ ত্রাণকর্তা" অনুষ্ঠান নিয়ে সাজানো প্রতিদিনের মতো অসাধারণ এক ঘন্টার অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আবারও কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন l সুন্দর ও সুস্থ থাকবেন। আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো। খোদা হাফেজ।
মহ: হাফিজুর রহমান
চুপী মিলন সংঘ
গ্রাম ও পোস্ট: চুপী, ভায়া: পূর্বস্থলী
জেলা: বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।