শ্রোতাদের মতামত
'অমর কিংবদন্তি ওমর খৈয়াম' প্রথম দুটি পর্ব নিয়ে মতামত
রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কর্মকর্তা ও সহযোগী এবং বিশ্বজোড়া রেডিও তেহরান বাংলা বিভাগের সকল শ্রোতা বন্ধুকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।
বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সমৃদ্ধি ও বিশ্বজোড়া খ্যাতি অর্জনে ইরানিদের ইতিহাস বহু প্রাচীন। খ্রিস্টীয় ১১ শতকে বসবাসকারী বিশিষ্ট ইরানি ব্যক্তিত্বদের মধ্যে একজন হলেন 'হাকিম ওমর খৈয়াম'। গণিত, জ্যোতির্বিদ্যা এবং সাহিত্য অঙ্গনে যারা কাজ করেন তাদের মধ্যে এমন খুব কম লোকই আছেন যারা বিশ্বখ্যাত এই ইরানি মনীষীকে চেনেন না।
গিয়াস উদ্দিন আবু আল-ফাতহ উমর ইবনে ইব্রাহিম নিশাপুরি" যিনি "হাকিম ওমর খৈয়াম নিশাপুরি" নামে পরিচিতি তিনি ছিলেন জ্যোতির্বিদ্যা, দর্শন, গণিত এবং সাহিত্য অঙ্গনে খ্যাতনামা ইরানি মনীষীদের একজন। তিনি বিশ্বের চিন্তাবিদ ও গবেষকদের কাছে খুবই পরিচিত এবং জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখায় তার বহু বই অনূদিত হয়েছে। চতুষ্পদী কবিতা বা রুবাইয়াত লেখার কারণে আজ সাহিত্য অঙ্গনে তিনি ইরানসহ সারা বিশ্বে খ্যাতির চূড়ায় রয়েছেন। হাকিম ওমর খৈয়াম নিশাপুরি ছিলেন এমন একজন ব্যক্তিত্ব, যিনি ইরানি ও ইসলামি জ্ঞান, প্রজ্ঞা, চিন্তা ও সাহিত্যকে তুলে ধরেছিলেন।
মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞানবিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে প্রতি শনিবার রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে সাপ্তাহিক আলোচনা 'অমর কিংবদন্তি ওমর খৈয়াম' অনুষ্ঠান শুরু হয়েছে। ১৬/১২/২০২৩ তারিখে নতুন এই ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম পর্বে ওমর খৈয়ামের জন্মস্থান নিশাপুর শহরের ইতিহাস, ঐতিহ্য এবং এই শহরের নানা উত্থান-পতনের ঘটনার সাথে আমরা পরিচিত হলাম।
নিশাপুর শহরের ইতিহাস অনেক প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিকদের অনুসন্ধানে পাওয়া নিদর্শন থেকে বোঝা যায় প্রাচীন এই শহরের সভ্যতা ও ইতিহাস মনে রাখার মতোই ছিলো। ইসলাম আগমনের পর ইরানের নিশাপুর অঞ্চলে তাহেরিয়ানদের শাসন এবং এরপর ইয়াকুব ইবনে আল-লাইস আল-সাফারি বংশের শাসনের কথা বিস্তারিত ভালো জানতে পারলেন।
প্রথম পর্বের আলোচনায় ওমর খৈয়ামের জন্মস্থান নিশাপুর শহরের ইতিহাস, ঐতিহ্য এবং এই শহরের নানা উত্থান-পতনের ঘটনার সাথে পরিচিত হয়েছি। ২৩/১২/২০২৩ তারিখে 'অমর কিংবদন্তি ওমর খৈয়াম' এই নতুন ধারাবাহিকের দ্বিতীয় পর্ব শুনলাম। দ্বিতীয় পর্বেও প্রথম পর্বের রেশ ধরে নিশাপুর শহরের প্রাচীন বিভিন্ন শাসক ও উত্থান-পতনের ইতিহাস সমন্ধে অবগত হলাম। নিশাপুর শহরের উন্নতি ও সমৃদ্ধি অটুট গাজনাভিয়ানদের শাসন, কঠিন দুরবস্থা সম্বলিত গাজনাভি মাসউদের শাসন, ওমর খৈয়াম নিশাপুরে বড় হওয়ার সেলজুক আমল এবং জনগণের প্রচণ্ড প্রতিরোধের মুখে পড়া মঙ্গোল শাসন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানতে পারলাম।
অমর মনীষী আল ফারাবিকেকে নিয়ে অসাধারণ কিছু পর্বের পর মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ গিয়াস উদ্দিন আবু আল-ফাতহ উমর ইবনে ইব্রাহিম নিশাপুরি অর্থাৎ হাকিম ওমর খৈয়াম নিশাপুরি'র জীবন ইতিহাস এবং জ্ঞানবিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে সুন্দর, জ্ঞানবর্ধক ও আকর্ষণীয় নতুন ধারাবাহিক অনুষ্ঠান 'অমর কিংবদন্তি ওমর খৈয়াম' উপহার দেওয়ায় জন্য আমার প্রিয় বেতার
রেডিও তেহরান বাংলা বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন l সুন্দর ও সুস্থ থাকবেন l আবারও প্রীতিময় শুভেচ্ছা রইলো l খোদা হাফেজ l
মহ: হাফিজুর রহমান
চুপী মিলন সংঘ
গ্রাম ও পোস্ট: চুপী,
ভায়া: পূর্বস্থলী, জেলা: বর্ধমান
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৪