জানুয়ারি ২০, ২০২৪ ১৭:৩৭ Asia/Dhaka
  • যেসব কারণে আমি রেডিও তেহরান শুনি

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমি রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা। আমাকে ধরতে পারেন রেডিও প্রেমিক। রেডিও তেহরান শুনতে আমার ভালো লাগে। আমি ২০২০ সাল থেকে রেডিও তেহরান শুনে আসছি। তার আগে অন্যান্য রেডিও এবং এফএম শুনতাম। 

বাংলাদেশে অনেক ধরনের রেডিও চ্যানেল এবং অনেক পত্রপত্রিকা আছে। কিন্তু এগুলো কেমন যেন ক্ষমতাধীন-এর অধীন হয়ে গেছে। এসব রেডিও সঠিক কোনো বার্তা দেয় বলে আমার মনে হয় না। সব রেডিও চ্যানেলগুলো একই ধরনের খবর পাঠ করে এবং একই নিয়ম মেনে চলে। 

কিন্তু, যখন থেকে রেডিও তেহরান আমি শুনতে পেয়েছি তখন থেকে আমার আর অন্য কোনো রেডিও শুনতে ইচ্ছা করে না। এর প্রধান কারণ রেডিও তেহরান অন্যদের থেকে আলাদা এবং তাদের পরিবেশনা অনেক সুন্দর ও অতুলনীয়। এজন্য ২০২০ সাল থেকে রেডিও তেহরান ছাড়া অন্য কোনো রেডিও শুনি নাই। 

কেন আমি রেডিও তেহরান শুনি এবং কী কী কারণে আমার কাছে রেডিও তেহরান শুনতে অনেক ভালো লাগে তার কিছু কারণ তুলে ধরছি…

১। রেডিও তেহরান অনুবাদসহ কোরআন তিলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করে। আর এই তিলাওয়াত এত সুমধুর লাগে যা সারা দিন-রাত শুনলেও আমার একটুর জন্যও বিরক্তি ভাব আসবে না। 

২। রেডিও তেহরান সুন্দর ভাবে পরিবেশনা করে। তাদের দেয়া তথ্য গুলো আমার কাছে সঠিক ও নির্ভুল মনে হয়। 

৩। অন্যান্য রেডিও শুনার সময় অনেক ধরনের সমস্যা হয় কিন্তু রেডিও তেহরান সরাসরি অনুষ্ঠানও অনেক সুন্দর ও স্পষ্ট শুনা যায়। 

৪। তাছাড়া রেডিও তেহরান থেকে সুন্দর জীবন, প্রিয়জন, শেষত্রাণকর্তা, আলাপন ও স্বাস্থ্যকথা এসব বিষয় নিয়ে পরিবেশনা করে বিধায় আমার কাছে খুব ভাল লাগে। 

৫। রেডিও তেহরান বাংলাদেশ ও বিশ্বের যে সংবাদ পাঠ করে তার মধ্যে কোনো কারচুপী করে না এবং কাউকে তোয়াক্ষাও করে না। নির্ভয়ে সকল সত্য তুলে ধরে। 

৬। রেডিও তেহরান তার নিজ গতিতে স্বাধীন ভাবে চলছে এবং নির্ভুল তথ্য পাঠ করে যাচ্ছে। 

৭। রেডিও তেহরান সাম্প্রতিক সকল তথ্যও তুলে ধরে। 

সবশেষে আমি বলতে চাই, রেডিও তেহরান অন্য সব রেডিও থেকে সেরা এবং সর্বোকৃৎষ্ট। তাই রেডিও তেহরান আমি শুনছিলাম, শুনছি এবং ভবিষ্যতেও শুনে যাব। দোয়া রইল… রেডিও তেহরান আরো এগিয়ে যাক। 

 

ধন্যবাদান্তে, 

আব্দুল কাদির 

আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ

মানিকখালী, কটিয়াদী, কিশোরগঞ্জ–২৩৩১, বাংলাদেশ। 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ