জানুয়ারি ৩১, ২০২৪ ১৪:৫৬ Asia/Dhaka
  • 'পার্সটুডের মতো সত্য এবং বস্তুনিষ্ঠ খবর আমি কোথাও পাইনি'

আসসালামু আলাইকুম। আমার পরদাদা প্রায় ৮০ বছর আগে ইরানের South Khorasan এলাকা থেকে বাংলাদেশে আসেন ব্যবসার কাজে। পরে বাংলাদেশে আরেক ইরানি বংশের মেয়েকে বিয়ে করে এখানে থেকে যান। ইরানি বংশৎভুত হবার কারণে আমি সব সময়ই ইরানের প্রতি অসীম টান অনুভব করি। ইরানের সার্বভৌমত্বের প্রতি যেকোনো হুমকি আসলে কোনো দ্বিধা না করে জীবন নিয়ে প্রতিহত করতে প্রস্তুত আছি।

আমার বেশ কিছু উন্নতমানের World Band Radio আছে। আমি নিয়মিত বিশ্বের বিভিন্ন শর্টওয়েভ (SW) রেডিও চ্যানেল শুনে থাকি। একদম ছোটবেলা থেকেই খবর শোনা আমার শখ। একই সাথে আমি একজন রেডিও লাভার।

আমি রেডিও, টেলিভিশন এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে বিশ্বের প্রায় সব আন্তর্জাতিক ও জাতীয় সংবাদ মাধ্যমের খবর শুনে থাকি। বুকে হাত রেখে বলতে পারি, রেডিও তেহরানের ওয়েবসাইট পার্সটুডের মতো এত সত্য এবং বস্তুনিষ্ঠ খবর আমি কোথাও পাইনি। এর মূল কারণ পার্সটুডে সৃষ্টিকর্তা বাদে আর কারও প্রতি ভয় না রেখে সত্য খবর প্রচার করে। পার্সটুডে নিয়ে আমি গর্ববোধ করি।

বিশ্বের যেকোনো চ্যানেলের খবরের সত্যতা আমি পার্সটুডের খবর দিয়ে বিচার করি। পার্সটুডে হলো আমার কাছে বিশ্বের তাবৎ সংবাদ মাধ্যমের জন্য বিচার মানদণ্ড।

বাংলাদেশের মানুষের মনে ইরানের প্রতি এক গভীর ভালোবাসা আছে যা আমি বুঝতে পারি। পার্সটুডে তথা রেডিও তেহরানের উচিত তাদের সম্প্রচার বাংলাদেশে আরও বৃদ্ধি করা। এই বিষয়ে আমি কয়েকটি গুরত্বপূর্ণ মতামত আরেকটি ইমেইলে দেব বলে ঠিক করেছি।

প্রতি সোমবার 'প্রিয়জন' শুনতে অনেক ভালো লাগে। বিশেষ করে এই অনুষ্ঠানের উপস্থাপক গাজী আবদুর রশীদ, আক্তার জাহান এবং আশরাফুর রহমান স্যারের বক্তব্য অত্যন্ত ভালো লাগে। আমার এই ইমেইলটি পার্সটুডেতে প্রকাশের পর প্রিয়জনে পড়ে শোনালে অনেক আনন্দিত হব।

সবশেষে রেডিও তেহরানের সকল কলাকুশলী প্রতি আমার অসীম ভালোবাসা ও দোয়া রইল।

 

শুভেচ্ছান্তে

মোঃ ফয়সাল আহমেদ

ওয়ারি, ঢাকা, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩১

 

ট্যাগ