ফেব্রুয়ারি ২২, ২০২৪ ১৭:১৩ Asia/Dhaka
  • 'রেডিও তেহরানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বললেও অত্যুক্তি হবে না'

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান সময়ের যুগোপযোগী, আধুনিক এবং শ্রোতানন্দিত ও জনপ্রিয় বেতার 'রেডিও তেহরান'। এ বেতার দিন দিন যেমন জনপ্রিয় হয়ে উঠছে ঠিক তেমনি বৃদ্ধি পাচ্ছে এর শ্রোতা সংখ্যাও। স্বতঃস্ফূর্তভাবে দলে দলে শ্রোতারা  ঝুঁকে পড়ছে রেডিও তেহরানের প্রতি।

নিরপেক্ষ সংবাদে মানুষের এখন একটাই ভরসা রেডিও তেহরান। রেডিও তেহরানের নিরপেক্ষতাই শ্রোতাদেরকে আকর্ষণ করে। রেডিও তেহরান মানুষকে সৎকর্ম করতে, সৎ পথে চলতে, সৎভাবে জীবন যাপন করতে উদ্বুদ্ধ করে। রেডিও তেহরান যেমন মানুষের শ্রেষ্ঠ বন্ধু, তেমনি শ্রেষ্ঠ উপদেশদাতাও। তবে রেডিও তেহরানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান বললেও অত্যুক্তি হবে না। কারণ রেডিও তেহরানের শিক্ষা সার্বজনীন ও জনকল্যাণমূলক। সূর্যোদয় যেমন রাতের অন্ধকারকে দূরীভূত করে, ইথারে ভেসে আসা রেডিও তেহরানের অনুষ্ঠানমালাও তেমনি মানুষের মনের অন্ধকারকে দূরীভূত করে। মানুষকে নব আলোর পথ দেখায়। মানুষ ফিরে পায় তার আত্মিক প্রশান্তি। 

গত ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ছিল ইমাম সাজ্জাদ (আ.)-এর জন্মদিন। এ উপলক্ষে রেডিও তেহরান থেকে প্রচারিত হয়েছে বিশেষ একটি অনুষ্ঠান, যার উপস্থাপনায় ছিলেন গাজী আব্দুর রশিদ ও রেজওয়ান হোসেন ভাই। তাদের সাবলীল উপস্থাপনায় প্রচারিত অনুষ্ঠানটি আমার হৃদয় কেড়েছে। কারবালার হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনায় বেঁচে যাওয়া ইমাম সাজ্জাদ (আ.) এর জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী উল্লেখ করা হয়েছে ঐ অনুষ্ঠানটিতে। ইসলাম প্রচার ও প্রসারে ইমাম সাজ্জাদ যে অসাধারণ ভূমিকা পালন করছেন তা অনুষ্ঠানের মাধ্যমে ফুটে উঠেছে।  অনুষ্ঠানটি ইমাম (সাজ্জাদ আ.)-এর জীবনী সম্পর্কে জানতে সহায়তা করেছে। ইমাম জয়নুল আবেদিনকে যে ইমাম সাজ্জাদ আলাইহিস সালাম  বলা হয় সেটা ঐ অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছি। সুন্দর একটি তথ্য পরিবেশনের জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ। 

শেষে কুরআনের আলো অনুষ্ঠানে প্রচারিত হয়েছে সুরা জ্বীনের আয়াতের তেলাওয়াত তরজমা ও বিশ্লেষণ। উক্ত অনুষ্ঠানটি আমার হৃদয় ছুঁয়ে যায়। কিছু সময়ের জন্য কুরআনের সান্নিধ্যে মন ভরে যায়। এজন্যও  রেডিও তেহরানকে ধন্যবাদ। 

 

প্রেরক

ডক্টর মো: মোস্তাফিজুর রহমান 

সভাপতি, আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ, রংপুর বিভাগ

পূর্ব গোয়ালু,  বুড়িরহাট, রংপুর সিটি, রংপুর।

  

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ