মে ১০, ২০২৪ ১৯:০৭ Asia/Dhaka
  • অরবিন্দ কেজরিওয়াল
    অরবিন্দ কেজরিওয়াল

আগামী ১ জুন পর্যন্ত ভারতের আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২ জুনের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। 

দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত ২১ মার্চ তাকে গ্রেফতার করেছিল ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই থেকে তিহার জেলে বন্দি আছেন আপ প্রধান। লোকসভা নির্বাচনের প্রচারে যাওয়ার জন্য জেল থেকেই জামিনের আবেদন করেছিলেন কেজরিওয়াল। তার আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে ৪ জুন ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী জামিন দেওয়ার আবেদন জানান। কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ (শুক্রবার) শীর্ষ আদালত জানায়, ১ জুন পর্যন্ত ২১ দিনের জন্য কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিলে, কোনও হেরফের হবে না।

এদিকে, কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের খবর পেয়ে এক্স (সাবেক টুইটার)-এ সন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘অরবিন্দ কেজরিওয়াল অন্তর্বর্তী জামিন পেয়েছেন দেখে আমি খুব খুশি। চলতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে এটা খুব সহায়ক হতে চলেছে।’’

গত ৭ মে বিচারপতি খান্না ও দীপঙ্কর দত্তের বেঞ্চ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন স্বস্তি দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করার সময় স্বীকার করে যে, পরিস্থিতি “এক্সট্রাঅর্ডিনারি” কারণ পাঁচ বছরে মাত্র একবার লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে অন্তর্বর্তী জামিন পেলে মুখ্যমন্ত্রীর সরকারি দায়িত্ব পালন করা বা ফাইলে সই করা ভুল হবে বলে মনে করছেন তাঁরা।

বিচারপতি খান্নার পর্যবেক্ষণ, “এই ধরনের ঘটনা একটি ক্যাসকেডিং প্রভাব ফেলবে।” কেজরিওয়ালের আইনজীবী এ এম সিংভি বলেন, জামিন পেলে মুখ্যমন্ত্রী নিজেই সরকারি দায়িত্ব থেকে দূরে থাকার বিবৃতি দেবেন।

উল্লেখ্য, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি সেসময় জানিয়েছিল, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ