ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১৬:৩২ Asia/Dhaka
  • 'পুরো এক ঘণ্টা রেডিও তেহরান কিভাবে আমাকে আটকে রাখে তা ভেবে অবাক হই'

মহোদয়, আসসালামু আলাইকুম। আমার কাছে হারিয়ে যাওয়া এক স্বপ্নের নাম 'রেডিও তেহরান'। কখনো ভাবিনি আবার ফিরে পাব। কুড়িগ্রামের আবদুল কুদ্দুস ভাই-এর মাধ্যমে প্রিয় রেডিওকে ফিরে পেয়ে নতুন করে ভাবতে পারছি পুরোনো সেই দিনের কথা।

রেডিও তেহরানকে পাওয়ার সাথে সাথে ফেসবুকের সৌজন্যে অনেক পুরোনো ও নতুন বন্ধুর দেখা পেয়েছি। রেডিও তেহরান-এর কলাকুশলীদের চমৎকার কণ্ঠে আবারো নানান রকমের অনুষ্ঠান শুনতে পেরে খুব ভালো লাগছে।

চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান প্রিয়জনে নানান প্রান্তের শ্রোতাদের পাঠানো সুন্দর সুন্দর চিঠি ও মেইল সম্পর্কে জানতে পারছি।

আমি অবাক হয়ে যাই, বিশ্ব সংবাদ থেকে সর্বশেষ সংক্ষিপ্তসংবাদ পর্যন্ত পুরো সময়টুকু রেডিও তেহরান কিভাবে আমাকে আটকে রাখে তা ভেবে!

রেডিও তেহরান-এর কাছে একটা বিশেষ অনুরোধ, বিজ্ঞান-এ ইসলাম কতটা প্রভাব বিস্তার করেছে এ বিষয়ে একটি অনুষ্ঠান প্রচার করা যায় কিনা ভেবে দেখবেন। সেইসাথে ইন্ডিয়ার খবরের পরিধি আরও একটু বাড়াবেন।

রেডিও তেহরান-এর সকল কলাকুশলী ও শ্রোতাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের লেখা শেষ করছি।  

 

আশরাফ হোসেন

হাতিশালা, চাপড়া, নদীয়া

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

ট্যাগ