জুন ১০, ২০২৪ ১৮:৪৩ Asia/Dhaka
  • এক্স হ্যান্ডেলদের দৃষ্টিতে লিবিয়ার পরিস্থিতি

লিবিয়ায় ২০১১ সালে জনগণের বিপ্লবের পর থেকে দেশটি আরো বেশি সহিংসতা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার মুখে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু ইউরোপীয় দেশের সরাসরি হস্তক্ষেপে লিবিয়ার তৎকালিন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির সরকারকে সেই সময় উৎখাত করা হয়েছিল।

কেন লিবিয়ার মানুষ পশ্চিমাদের ঘৃণা করে?

কেভিন স্কট নামে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স নেটওয়ার্কের একজন ব্যবহারকারী একটি টুইটে লিবিয়ার জনগণের পশ্চিমের প্রতি ঘৃণা এবং অবিশ্বাসের কারণগুলোকে তুলে ধরেছেন এভাবে:

পশ্চিমা দেশগুলোর হস্তক্ষেপের এক দশকেরও বেশি সময় পরেও লিবিয়া এখনো রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বিভাজন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এতে অবাক হওয়ার কিছু নেই যে পশ্চিমা এবং তার পুতুল সরকারগুলোকে এই অঞ্চলের মানুষ  অবিশ্বাস এবং ঘৃণা করে।

লিবিয়ায় পশ্চিমা দৃশ্য

রাজনৈতিক বিশ্লেষক এবং এক্স সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারী কুদজাই মুতিসি একটি টুইটে লিবিয়ায় পশ্চিমাদের মদদ পুষ্ট কিছু মানুষকে ব্যবহার করার পরিণতির কথা উল্লেখ করেছেন এভাবে:

লিবিয়ায় পশ্চিমা দেশগুলোর মদদপুষ্টরা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে ন্যাটোর হস্তক্ষেপ দাবি করেছিল। এই বিষয়টি সমগ্র আফ্রিকা জুড়ে বারবার আওয়াজ তোলা হয়।  একটি আফ্রিকান দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বা বোমা হামলাকে ন্যায্যতা দেওয়ার জন্য পশ্চিমাদের মদদপুষ্ট কিছু মানুষকে ব্যবহার করা হয়। এখন যেহেতু গাদ্দাফি চলে গেছে, তারা বলছে এটা একটা বড় ভুল ছিল।

পশ্চিমা হস্তক্ষেপে লিবিয়া অগ্রসর হয়নি

লিবিয়া এবং পশ্চিমারা যেখানে হস্তক্ষেপ করেছে সেখানে অগ্রগতির অভাব সম্পর্কে একটি টুইট বার্তায় ইভান_8848  নামে এক ব্যাবহারকারীর মতে,

এখন লিবিয়ার দিকে তাকান, এমন কোনো দেশ নেই যে পশ্চিমা হস্তক্ষেপের পর উন্নতি করেছে, এমনকি একটিও নয়। 

 

পশ্চিমা মিডিয়ার মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সতর্কতা

ইতিহাসবিদ, লেখক এবং এক্স সোশ্যাল নেটওয়ার্কের ব্যবহারকারী করিম ওয়াফা-আল হুসাইনি নামে এক ব্যক্তি এক টুইটে লিবিয়ার পরিস্থিতির বিষয়ে পশ্চিমা গণমাধ্যমে তুলে ধরা বর্ণনার বিরুদ্ধে সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

তিনি লিখেছিলেন:

আমি অবাক হচ্ছি যে এটা কিভাবে ঘটেছে। হয়তো পশ্চিমা সামরিক হস্তক্ষেপ? লিবিয়া কি ন্যাটোর হস্তক্ষেপের বিপর্যয়কর পরিণতির আরেকটি উদাহরণ নয়? সাম্রাজ্যবাদ কে? এই ঘটনা ঘটানোর নেপথ্যে যারা কাজ করেছে এবং এর পেছনে যারা পটভূমি তৈরি  করেছে এমন ব্যক্তিদের সংবাদ যারা পরিবেশন করেছেন তাদের যেনো আমরা ভুলে না যায়।   

লিবিয়ায় হাজার হাজার বেসামরিক মানুষকে হত্যা করা হয়েছে

এন্ড্রু ব্রফি নামে সোশ্যাল নেটওয়ার্ক এক্স ব্যবহারকারী এক টুইটে লিবিয়ায় পশ্চিমা হস্তক্ষেপকে এ দেশের হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যুর কারণ বলে অভিহিত করেছেন।

 

 

পার্সটুডে/ বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ