জুন ০৮, ২০২১ ১৬:২৩ Asia/Dhaka
  • রেডিও তেহরানের ইউটিউব চ্যানেলে প্রথম অনুষ্ঠান শোনার অভিজ্ঞতা

প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ৫ জুন, শুক্রবার রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনেছি একটি নতুন মাধ্যমে, ইউটিউব চ্যানেলে। ইউটিউবে লাইভ শুনতে বেশ ভালো লেগেছে। এর বড় সুবিধা হলো, নেট-সার্ভিস দুর্বল থাকলেও শুনতে তেমন কোনো অসুবিধা হয় না।

সাধারণত: ইন্টারনেট সার্ভিস দুর্বল থাকলে ওয়েবে বা ফেসবুকে শুনতে সমস্যা হয় মানে বাফারিং হয়। কিন্তু ইউটিউবে এ সমস্যা নেই। আজ মাত্র ৬ জন শ্রোতা ইউটিউব লাইভ শুনেছেন। তবে আমরা আশা করি, দ্রুতই এ সংখ্যা বাড়বে। আমি নিজেও Radio Tehran বাংলা চ্যানেলটির প্রচার ও প্রসারে যথাসাধ্য চেষ্টা করব। 

যেকোনো নতুন মাধ্যমে অভ্যস্ত হতে একটু সময় লাগে। Radio Tehran বাংলা চ্যানেলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ই-মেইল সমস্যার কারণে এখনো অনেকে সাবস্ক্রাইব করতে পারেননি। অনেকে সাবস্ক্রাইব করলেও মন্তব্য করতে পারছেন না। আমি বেশ কয়েকজনকে সহযোগিতা করেছি। এছাড়া আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর মিয়াও অনেককে তথ্য দিয়ে সহযোগিতা করছেন। অন্য অনেক বন্ধুও অপর বন্ধুদের সহযোগিতা করছেন। আশা করি, সকল শ্রোতাবন্ধুর সম্মিলিত প্রচেষ্টায় শীঘ্রই Radio Tehran বাংলা চ্যানেলটি জনপ্রিয় হয়ে উঠবে এবং এর ভিউয়ার সংখ্যা বৃদ্ধি পাবে।

আজ এতটা নিরবিচ্ছিন্নভাবে শুনেছি যে, অতীতে আর কখনো পুরোটা সময় এত ভালো শুনতে পাইনি। তাই রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই, নতুন এ মাধ্যমে অর্থাৎ ইউটিউবে শ্রোতাদের অনুষ্ঠান শোনানোর ব্যবস্থা করার জন্য। 

আজ রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে অনান্য অনুষ্ঠানের সাথে একটি বিশেষ অনুষ্ঠানও প্রচারিত হয়। “১৫ খোরদদ: ইরানের ইতিহাসের একটি স্বর্ণোজ্জ্বল দিন” শীর্ষক এ বিশেষ অনুষ্ঠানটিও খুব ভালো লেগেছে। এ থেকে আমরা ইরানের ইসলামী বিপ্লবকালীন সময়ের অনেক ঘটনা সম্পর্কে জানতে পেরেছি, জানতে পেরেছি ইমাম খোমেনী (রহ.) এর নেতৃত্ব সম্পর্কে। উন্নত শ্রবণমানে চমৎকার তথ্যবহুল অনুষ্ঠানটি আমাদেরকে মোহবিষ্ট করে রেখেছিল।

ইতিহাসের এক অজানা অধ্যায় উন্মোচন করায় এবং তা আমাদেরকে উপহার দেয়ায় রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই। আর স্বপ্ন দেখি, প্রতিটি মুসলিম দেশে একজন ইমাম খোমেনী জন্ম নেবেন- সফল করবেন ইসলামী বিপ্লবকে।    

 

মোঃ শাহাদত হোসেন

সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ

গুরুদয়াল সরকারি কলেজ. কিশোরগঞ্জ-২৩০০, বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ