প্রবন্ধ প্রতিযোগিতা
‘সুস্থ সমাজ নির্মাণে তেহরান বেতারের ভূমিকা অনস্বীকার্য’
রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার প্রতিযোগী লালু নেয়ে'র লেখা।
ইরান সম্বন্ধে জানতে, ইরানের রাজনৈতিক ইতিহাস, সাম্প্রতিক ঘটনাবলী, সামরিক কার্যক্রম প্রতিনিয়ত প্রচার করে রেডিও তেহরান তেহরান। এ বেতারের প্রাণবন্ত উপস্থাপনা ও ইরানি তথ্যসমৃদ্ধ অনুষ্ঠান আমাদের জ্ঞানের ভাণ্ডারকে অনেক বেশি সমৃদ্ধ করে। ইসলামি আইন মেনে বর্তমান সময়ের সকল প্রচারমাধ্যমগুলোর মধ্যে রেডিও তেহরানই হল সেরা প্রচারতরঙ্গ।
রংধনু আসরে ঐতিহাসিক সত্য ঘটনার পরিবেশন শুনে ইসলামি ধর্মে আমাদের কিছু দান করার উৎসাহিত করে। আইআরআইবি নামের বিশাল তথ্যভাণ্ডার শ্রোতাদের ক্ষুদ্রাতিক্ষুদ্র জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করতে বিচিত্র স্বাদের মনিমুক্ত ছড়িয়ে দিচ্ছে অবিরত। প্রিয় আইআরআইবি বাংলা বিভাগ থেকে দীর্ঘ কাল প্রচারিত হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদভিত্তিক অনুষ্ঠানের পাশাপাশি তথ্যমূলক ও শিক্ষামূলক বিষয়ভিত্তিক ফিচার যা গণমাধ্যম হিসেবে রেডিও’র অন্যতম অঙ্গ। এমন একটি ফিচার হল ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’-ধারাবাহিকটি শ্রোতাদের হৃদয়কে বিশেষভাবে নাড়া দিয়েছে। কেননা এর মূল উদ্দেশ্যই হচ্ছে একটা সুস্থ, সুন্দর ও কলুষমুক্ত পরিবার, সমাজ তথা উন্নতজাতি গঠন আর পূর্বসূত্র হিসেবে প্রতিটি পরিবারে ইসলামের আলোকে আদর্শ সন্তান উৎপাদন এমনকি সন্তানকে আদর্শ মানুষ ও মুসলমান হিসেবে গড়ে তোলার পূর্বশর্তস্বরূপ বিয়ের জন্য উপযুক্ত ও ধার্মিক বর-কনে নির্বাচনের গুরুত্ব প্রদান। ধারাবাহিকের মাধ্যমে রেডিও তেহরান প্রতিটি পর্বই বাস্তবজীবনে প্রতিফলন ঘটানোর লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মানুষরূপে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে। মূল্যবোধের অবক্ষয় রোধসহ নেশামুক্ত সুস্থ ও সুন্দর একটি আদর্শ সমাজ গঠনের শিক্ষা একমাত্র তেহরানই প্রচার করে সমাজের বাস্তবতার নিরিখে যুগোপযোগী অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেওয়ার মাধ্যমে।
রেডিও তেহরান শ্রোতাদের মধ্যে ভাগকরে নেয় ইরানের সবচেয়ে আনন্দঘন উৎসব ‘নওরোজ’। ইরানি পরিবারের সকল সদস্য নতুন পোষাকে সজ্জিত হয়ে বর্ষবরণ নওরোজের দিন গণমাধ্যম রেডিওর মাধ্যমে বর্ষবরণের ঘোষণা শোনার অপেক্ষায় থাকে। ঘোষণা হওয়ার পরই তারা সকলে সমস্বরে দোয়া পাঠ করে যা তেহরান রেডিও না থাকলে বিশ্ব বেতারশ্রোতাদের কাছে অজানা থাকতো। তাদের আশা নওরোজে রেডিও তেহরান অনুষ্ঠানসূচিতে আসবে বড় পরিবর্তন। আশা ও আকাক্ষা নিয়েই মানুষের জীবন তা পূরণে এগিয়ে আসে রেডিও তেহরান।
বর্তমানে মার্কিন প্রশাসনসহ বিশ্বের বেশকিছু ইসলামবিরোধী রাষ্ট্র মুসলিমবিদ্বেষী হিংসা ছড়ানোর জন্য একটার পর একটা সুপরিকল্পিত ও সাজানো ঘটনা ঘটিয়ে চলেছে, পুরোটাই অভিনয়। এইসব মুখোশধারীদের মুখোশ খুলে দেয় রেডিও তেহরান থেকে প্রচারিত তরতাজা ও বস্তুনিষ্ঠ ‘বিশ্বসংবাদ’। মুসলিমবিরোধী এইসব ঘটনার তীব্র প্রতিবাদ গড়ে তুলতে ইরান রেডিও আমাদের অনুপ্রেরণা দেয়।
বাংলা বিভাগের অনুষ্ঠানবিন্যাস খুবই চমৎকার। প্রতিটি পরিবেশনা আমাদের মুগ্ধ করে। আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে চলেছে রেডিও তেহরান। ‘কথাবার্তা’ অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের সংবাদ শিরোনাম ও তার উপর আলোচনা বরাবরই আমাদের কাছে খুবই উপভোগ্য। ধ্রুপদীধারার ইরানি চিরায়ত গল্পের আসর ‘গল্প ও প্রবাদের গল্প’ একটি অসাধারণ অনুষ্ঠান।
ইরানের সাহিত্য ও সংস্কৃতি খুবই সমৃদ্ধ। ইরানের সাহিত্য বিশ্বের অনুপ্রেরণা। জীবনঘনিষ্ঠ অনেক তথ্য জানতে পারা যায় এই অনুষ্ঠানে। এমন সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান সম্প্রচার করে আমাদের সাথে থাকার জন্য সর্বদা সচেষ্ট রেডিও তেহরান।
শীতের তীব্রতা পেরিয়ে তখন চৈত্রের দাবদাহে গাছের ঝরাপাতার মরমর শব্দে ও কোকিলের কুহুতানে মনকে পুলকিত করে তেমনি পাতাঝরার পর স্বর্ণোজ্জ্বল রোদ্দুরের তীব্রতাও মনকে শূন্যতা ও হাহাকার করে তোলে। ঠিক সেইসময় সন্ধ্যার আবহে হালকা শীতল পরশের মাঝে শুরু হয় রেডিও তেহরানের মন ভোলানো ও হৃদয় জুড়ানো বাংলা অধিবেশন। রেডিও তেহরান বাংলা’র বর্ণিল ও শিক্ষামূলক মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজনের সাথে শ্রোতাদেরকে নতুনভাবে সাজিয়ে নেয় পরিবারের মতো আপন করে। ‘আসমাউল হুসনা’ এমন একটি সময়োপযোগী অনুষ্ঠান যা আমাদেরকে ধীরেধীরে সত্য ,ন্যায় ও দানের পথে ধাবিত করে।
পরিশেষে বলতেই হয়, সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে ও সুস্থ সমাজ নির্মাণে তেহরান বেতারের ভূমিকা অনস্বীকার্য। পলাশ শিমুলের একরাশ রঙিন বাসন্তিক শুভেচ্ছান্তে,
লালু নেয়ে
শিক্ষক, পদার্থবিজ্ঞান বিভাগ
আদর্শনগর, বৈদ্যবাটী, হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।