জুন ২১, ২০২২ ১৩:০১ Asia/Dhaka
  • নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ
    নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট জাতীয় সংসদ বিলুপ্ত করার জন্য একটি বিল পেশ করেছেন। জাতীয় সংসদে এ বিল পাস হলে আগামী সপ্তাহে তিনি সংসদ বিলুপ্ত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন।

যদি সংসদ ভেঙে দেয়া হয় তাহলে নতুন নির্বাচন অবধারিত হয়ে পড়বে। সে ক্ষেত্রে আগামী ১৫ অক্টোবর নতুন নির্বাচনের সম্ভাবনা রয়েছে। নতুন নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে গত পাঁচ বছরের মধ্যে ইসরাইলে পঞ্চম দফা জাতীয় নির্বাচন।

গতকাল সোমবার সন্ধ্যায় ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিদ যৌথভাবে সংসদ ভেঙে দেয়ার পদক্ষেপের কথা জানান। এ দুইজন হচ্ছেন ইসরাইলের বর্তমান ক্ষমতাসীন জোটের দুই প্রধান নেতা। সংসদ ভেঙে দেয়ার পর ইয়াইর লাপিদ অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। জোট সরকারের তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সরকার ভেঙে গেলে বেনেট হবেন ইসরাইলের ইতিহাসে সবচেয়ে স্বল্প মেয়াদি প্রধানমন্ত্রী যিনি মাত্র বারো মাস এক সপ্তাহ দায়িত্ব পালনের সুযোগ পেলেন।

২০২১ সালের জুন মাসে ইসরাইলে সর্বশেষ আট দলীয় জোট সরকার গঠিত হয়। এই জোটে নাফতালি বেনেটের উগ্র ডানপন্থী দল যেমন ছিল, তেমনি ছিল লাপিদের মধ্যপন্থি ইয়েশ আতিদ পার্টি। তাদের সঙ্গে সরকারের যোগ দিয়েছিল আরব ইসলামিস্ট পার্টি। মূলত দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঠেকাতে তারা এই জোট গঠন করেন।

গত প্রায় দুই মাস ধরে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার চালিয়ে আসছিলেন নাফতালি বেনেট। গতকাল দিনের প্রথমভাগে ইসরাইলের জাতীয় সংসদে সরকার আস্থা ভোটের মুখে পড়েন। সেখানে সরকার জিততে না পারার পর সংসদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত নেন বেনেট ও লাপিদ।#

পার্সটুডে/এসআইবি/২১

ট্যাগ