জুলাই ১৩, ২০২২ ১৭:১৪ Asia/Dhaka
  • হামাস নেতা ইয়াহিয়া মূসা
    হামাস নেতা ইয়াহিয়া মূসা

ফিলিস্তিন ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পদস্থ কর্মকর্তা বলেছেন: গাজাবাসীরা মনে করে বাইডেনের সফরে তাদের কোনো লাভ হবে না। সুতরাং তাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের একমাত্র উপায় প্রতিরোধ।

আজ (১৩ জুলাই) সৌদিআরবের আমন্ত্রণে জো বাইডেনের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে কয়েকটি আরব দেশের কর্মকর্তা যোগ দেন। সৌদিআরবের পর বাইডেন ইহুদিবাদী ইসরাইলের কর্মকর্তাসহ ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের চেয়ারম্যানে মাহমুদ আব্বাসের সঙ্গেও দেখা করার কথা রয়েছে।

আল-মনিটর বার্তা সংস্থা জানিয়েছে, হামাসের পদস্থ কর্মকর্তা ইয়াহিয়া মূসা বলেছেন: বাইডেন ফিলিস্তিনিদের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেবে না। কূটনৈতিক পন্থায় এই দখলদারিত্বের অবসান হবে বলে মনে হয় না, সুতরাং প্রতিরোধই লক্ষ্য বাস্তবায়নের একমাত্র উপায় বলে তিনি মন্তব্য করেন।

ফিলিস্তিনের এই কর্মকর্তা বলেন: বাইডেনের সফর অনুষ্ঠিত হচ্ছে ন্যাটোর আঞ্চলিক পরিকল্পনার অংশ হিসেবে। ন্যাটো চায় ইসরাইলসহ কয়েকটি আরব দেশকে নিয়ে একটি সামরিক জোট গঠন করতে। ওই জোট গঠিত হলে ফিলিস্তিনিদের আশা-আকাঙ্ক্ষা নস্যাৎ হয়ে যাবে। কাজেই পশ্চিম তীরসহ ইসরাইলের অভ্যন্তরে সামগ্রিক প্রতিরোধ কঠোর করাই ওই জোটকে মোকাবেলা করার উপায়।

উল্লেখ্য, অধিকৃত ফিলিস্তিনে মার্কিন প্রেসিডেন্টের সফর নিয়ে ওই অঞ্চলের মানুষ ও ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠীর মাঝে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।#

পার্সটুডে/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ