ফেব্রুয়ারি ০৯, ২০২৩ ১০:০৪ Asia/Dhaka
  • সিরিয়া সফরে জেনারেল কায়ানি
    সিরিয়া সফরে জেনারেল কায়ানি

সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে ইরানের ত্রাণ ও উদ্ধারকারী দলের কার্যক্রম সরেজমিনে দেখতে ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি সিরিয়া সফরে গেছেন। তিনি গতকাল (বুধবার) সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে অবতরণ করেই ওই শহরে ইরানের পক্ষ থেকে স্থাপিত একটি ত্রাণ ও উদ্ধার কেন্দ্র পরিদর্শন করেন। 

এ সময় ধারন করা ভিডিও ফুটেজে দেখা যায় জেনারেল কায়ানি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি ঘুরে ঘুরে দেখছেন এবং ইরানের সাহায্যকারী দলগুলোর তৎপরতা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।

গত সোমবার ভোররাতে সিরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত তুরস্কে ৯,০৫৭ জন এবং সিরিয়ায় ২,৯৯২ জন মানুষ নিহত হয়েছেন। ইরান গত দু’দিনে সিরিয়ায় চারটি কার্গো বিমান ভর্তি উদ্ধার সামগ্রী ও মানবিক ত্রাণ পাঠিয়েছে।

মঙ্গলবার সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের ত্রাণবাহী প্রথম বিমানটি অবতরণ করে। ওই বিমানে খাদ্য ও ওষুধসহ দুর্গত মানুষের তাৎক্ষণিক অন্যান্য প্রয়োজনীয় প্রায় ৪৫ টন ত্রাণ ছিল। এরপর সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো এবং লাতাকিয়া শহরে দ্বিতীয় ও তৃতীয় ত্রাণবাহী বিমান পাঠায় ইরান। ইসলামি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বুধবার সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প কবলিত জনগণকে শোক ও সমবেদনা জানিয়ে এই চরম দুর্দিনে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ