সেপ্টেম্বর ১৬, ২০২১ ০৭:০৭
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নারী পরিদর্শকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে সংস্থাটি যে অভিযোগ করেছে তাকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। আইএইএ’তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, সংস্থাটির নির্বাহী বোর্ডের বৈঠকের আগে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের মিথ্যা দাবি উত্থাপন করা হয়েছে।