সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানে প্রবেশ
-
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানে প্রবেশ
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানে প্রবেশ সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে সংঘটিত হয়েছে।
বুশেহর বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি প্রতিস্থাপনের বিষয়টি তত্ত্বাবধানের জন্য আইএইএ'র পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। তিনি আরও বলেন: ইরান এবং সংস্থার মধ্যে নতুন সহযোগিতা কাঠামোর চুক্তির কোনও লেখা চূড়ান্তভাবে অনুমোদিত হয় নি।
বুধবার এক সাক্ষাৎকারে ইরানে ওই প্রতিষ্ঠানের পরিদর্শকদের প্রবেশের বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কর্মকর্তাদের মতামতের কথা উল্লেখ করে সাইয়্যেদ আব্বাস আরাকচি মন্তব্য করেছেন। তিনি বলেছেন: ইরানের সংসদ মজলিশে শুরায়ে ইসলামি কর্তৃক অনুমোদিত আইনে এজেন্সির সাথে সহযোগিতা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।
কেননা সংস্থার সমস্ত আবেদন কিংবা অনুরোধ তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদে পাঠানো হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন: বুশেহর বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি প্রতিস্থাপনের বিষয়েও এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কার্যক্রম আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শকদের তত্ত্বাবধানে সম্পন্ন করতে হবে এবং ইরানি জাতির স্বার্থে যে-কোনো ধরনের সহযোগিতা সংসদীয় আইনের কাঠামোর মধ্যে থাকবে।#
পার্সটুডে/এনএম/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।