আন্তর্জাতিক তেহরান বই মেলা
তিন ঘন্টাব্যাপী তেহরান বই মেলা পরিদর্শন করলেন ইরানের সর্বোচ্চ নেতা
পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেয়ী আজ (সোমবার) সকালে ৩৫তম তেহরান আন্তর্জাতিক বইমেলা পরিদর্শন করেন। ৩ ঘণ্টা ধরে তিনি খুব কাছ থেকে বিভিন্ন বইয়ের স্টল ঘুরে ঘুরে দেখেন।
মেলা পরিদর্শনকালে ইসলামী বিপ্লবের নেতা প্রকাশক, লেখক এবং বইয়ের স্টলের মালিকদের সাথে আলাপ করেন। আলাপকালে বই প্রকাশনার নানাদিক এবং বইয়ের বাজারের পরিস্থিতিসহ বই মেলাকে জনগণ কতটুকু স্বাগত জানালো, বরণ করলো-সে সম্পর্কেও নিবীড়ভাবে খোঁজখবর নেন।
গত কয়েক দশক ধরে ইরানে বই এবং বই পড়ার পরিস্থিতি সর্বোচ্চ নেতাকে কিছুটা ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বইয়ের প্রতি তাঁর আগ্রহ এবং সমাজে বই পড়ার সংস্কৃতি বিকাশের অবস্থা তাঁর ওই উদ্বেগের কারণ।
বেশ কয়েক বছর আগে ইসলামী বিপ্লবের নেতা তেহরান আন্তর্জাতিক বইমেলা পরিদর্শনকালে বলেছিলেন: আমাদের জনগণের মধ্যে বইয়ের প্রতি যেরকম আগ্রহ এখন রয়েছে সেই আগ্রহটা আরও কয়েকগুণ বেশি হওয়া দরকার ছিল। পড়া এমন একটি বিষয় যা একটি জাতির জন্য বাধ্যতামূলক একটি কর্তব্য, আবশ্যিক এবং প্রয়োজনীয়।
এবারের ৩৫ তম তেহরান আন্তর্জাতিক বই মেলার স্লোগান হলো: 'আসুন পড়ি এবং গড়ি'। ৮ মে বুধবার তেহরানের ইমাম খোমেনি (রহ.) মোসাল্লায় আন্তর্জাতিক বই মেলা শুরু হয়েছে। আগামি ১৮ মে শনিবার পর্যন্ত দর্শনার্থীদের জন্য বই মেলা উন্মুক্ত থাকবে।
নীচে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ৩৫ তম তেহরান আন্তর্জাতিক বই মেলা পরিদর্শনের কিছু ছবি দেওয়া হলো:
পার্সটুডে/এনএম/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।