উপমহাদেশ বিভাগের রেডিওগুলো পরিদর্শন করলেন বিশ্ব কার্যক্রমের প্রধান
(last modified Wed, 03 Nov 2021 01:35:48 GMT )
নভেম্বর ০৩, ২০২১ ০৭:৩৫ Asia/Dhaka
  • বাংলা বিভাগ পরিদর্শনে আহমাদ নওরোজি (বাম থেকে ষষ্ঠ); তাকে রেডিওর কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন বাংলা বিভাগের পরিচালক মুজতবা ইব্রাহিমি
    বাংলা বিভাগ পরিদর্শনে আহমাদ নওরোজি (বাম থেকে ষষ্ঠ); তাকে রেডিওর কার্যক্রম সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন বাংলা বিভাগের পরিচালক মুজতবা ইব্রাহিমি

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি মঙ্গলবার উপমহাদেশ ও পূর্ব এশিয়া বিভাগের রেডিওগুলো পরিদর্শন করেছেন। বিশ্ব কার্যক্রমের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর এই প্রথম তিনি এই বিভাগের রেডিওগুলো পরিদর্শন করলেন।

তিনি এ সময় বাংলা, হিন্দি, পশতু, চীনা, মালয়ী ও জাপানি ভাষার রেডিও কর্মীদের সঙ্গে কুশল বিনিময় ও আন্তরিকতার সঙ্গে আলাপ-আলোচনা করেন।

এ সময় উপমহাদেশ ও পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ হাসান নওরোজি বহির্বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজিকে সঙ্গ দেন। বাংলাসহ অন্যান্য রেডিওর পরিচালকরা এ সময় রেডিওর বিভিন্ন অনুষ্ঠান তৈরি, ওয়েবসাইট তৎপরতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সক্রিয় উপস্থিতির বিষয়টি তুলে ধরেন। তারা তাদের সীমাবদ্ধতাগুলো নিয়েও বিশ্ব কার্যক্রমের প্রধানের সঙ্গে কথা বলেন। এ সময় রেডিওর কর্মীরাও তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন।

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজি

আইআরআইবি’র বিশ্ব কার্যক্রমের উপমহাদেশ ও পূর্ব এশিয়া বিভাগ সাতটি রেডিও নিয়ে গড়ে উঠেছে। এগুলো হলো- বাংলা, হিন্দি, পশতু, দারি, মালয়ী, চীনা ও জাপানি। এসব রেডিও বিশ্বের একটি বিশাল অঞ্চলের জন্য রেডিও অনুষ্ঠান সম্প্রচার করে এবং বিশ্ব কার্যক্রমের সবচেয়ে বেশি শ্রোতা এই বিভাগের রেডিওগুলোর রয়েছে। এগুলোর মধ্যে আবার বাংলা বিভাগের অবস্থান সবার শীর্ষে।

আহমাদ নওরোজি গত অক্টোবর মাসের গোড়ার দিকে আইআরআইবি’র নয়া প্রধান পেইমন জেবেলির নির্দেশে বিশ্ব কার্যক্রমের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে জেবেলি বিশ্ব কার্যক্রমের প্রধান ছিলেন।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।