আন্তর্জাতিক বই মেলা পরিদর্শন করলেন ইরানের সর্বোচ্চ নেতা
https://parstoday.ir/bn/news/iran-i123168-আন্তর্জাতিক_বই_মেলা_পরিদর্শন_করলেন_ইরানের_সর্বোচ্চ_নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (রোববার) ৩৪তম আন্তর্জাতিক বই মেলা পরিদর্শন করেছেন। তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৪, ২০২৩ ১৩:২৯ Asia/Dhaka
  • বই মেলা পরিদর্শনে সর্বোচ্চ নেতা
    বই মেলা পরিদর্শনে সর্বোচ্চ নেতা

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (রোববার) ৩৪তম আন্তর্জাতিক বই মেলা পরিদর্শন করেছেন। তেহরানের ইমাম খোমেনী (রহ.) মুসাল্লায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বই মেলা পরিদর্শনে ইরানের সর্বোচ্চ নেতা

ইরানের ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী আজ (রবিবার) সকালে বইমেলা পরিদর্শন করেন। 

৩৪তম তেহরান আন্তর্জাতিক বই মেলা  গত বুধবার ইমাম খোমেনি মোসাল্লায় শুরু হয়েছে। বই মেলা চলবে ২০ মে পর্যন্ত। সশরীরে উপস্থিত হয়ে যেমন মেলা উপভোগ করা যাবে তেমনি ভার্চুয়ালিও ভিজিট করা যাবে তেহরান আন্তর্জাতিক বই মেলা। ভার্চুয়ালি ভিজিট করার জন্য ketab.ir ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে।

বই মেলা পরিদর্শনে ইরানের সর্বোচ্চ নেতা

৩৪তম তেহরান আন্তর্জাতিক বইমেলায় ২৭টি দেশের ৩০ টি প্রকাশনা সংস্থা অতিথি হিসেবে অংশ নিয়েছে। এবারের বই মেলার শ্লোগান হলো: পাঠ্য ভবিষ্যত। মেলা পরিদর্শনকালে সর্বোচ্চ নেতা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং লেখক ও প্রকাশকসহ এই শিল্পের সঙ্গে জড়িতদের সঙ্গে কথা বলেন। তেহরান বইমেলা পরিদর্শন শেষে  সর্বোচ্চ নেতা বলেন: ভার্চুয়াল জগতের উন্নয়ন ও বিস্তৃতি সত্ত্বেও বই এখনও তার উচ্চ অবস্থানে রয়েছে।

করোনা মহামারি সংক্রান্ত বিধিনিষেধের কারণে গত তিন বছর তিনি বই মেলা পরিদর্শনে যান নি।#

পার্সটুুডে/এনএম/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।