এপ্রিল ১৩, ২০২৩ ১১:৫৭ Asia/Dhaka
  • ওমানের মধ্যস্থতায় ইয়েমেন-সৌদি শান্তি আলোচনায় আশাবাদী আনসারুল্লাহ

ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর সঙ্গে সৌদি আরবের দূরত্ব কমিয়ে আনতে ওমান যে প্রচেষ্টা চালাচ্ছে তার ভুয়সী প্রশংসা করেছেন এই সংগঠনের একজন পলিটব্যুরো সদস্য। আলী আল-গ্বুম নামের ওই আনসারুল্লাহ নেতা বলেছেন, গত আট বছরের সংঘাত অবসানের লক্ষ্যে কাতার শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে সে ব্যাপারে আনসারুল্লাহ আশাবাদী।

আলী আল-গ্বুম নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ওমান সরকার যে প্রক্রিয়া শুরু করেছে তার সফলতার ব্যাপারে আমরা আশাবাদী। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সৌদি ও ওমানি প্রতিনিধিদলের চলমান সানা সফরের প্রশংসা করেন আল-গ্বুম।

আনসারুল্লাহ আন্দোলনের এই পলিটব্যুরো সদস্য বলেন, শান্তির জন্য সানা সরকারের দরজা সব সময় উন্মুক্ত এবং আমরা মানবিক সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিতে চাই।  তিনি বলেন, শান্তি আলোচনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা বন্ধ করে ইয়েমেনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে ইয়েমেনি বন্দিদের মুক্তি দিতে হবে এবং যুদ্ধবিধ্বস্ত দেশটির পুনর্গঠন শুরু করতে হবে।

ইয়েমেনের ওপর ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব যে আগ্রাসন শুরু করে তা গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে। এই যুদ্ধবিরতি স্থায়ীভাবে কার্যকর করার উপায় নিয়ে আলোচনা করতে গত শনিবার সৌদি আরব ও ইয়েমেনের একটি যৌথ প্রতিনিধিদল সানা সফরে গেছে। প্রতিনিধিদলটি এরই মধ্যে আনসারুল্লাহ আন্দোলনের নেতাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ