এপ্রিল ১৫, ২০২৩ ১৮:০০ Asia/Dhaka
  • আরো বন্দি মুক্তি পেল ইয়েমেন ও সৌদি কারাগার থেকে
    আরো বন্দি মুক্তি পেল ইয়েমেন ও সৌদি কারাগার থেকে

সৌদি নেতৃত্বাধীন আরব জোট এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মধ্যে যুগান্তকারী বন্দী বিনিময় চুক্তির আওতায় দুই পক্ষের মধ্যে নতুন করে আরো কয়েক ডজন বন্দী বিনিময় হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি এই তথ্য জানিয়েছে।

গত কয়েকদিন দুই পক্ষের মধ্যে বন্দী বিনিময়ে মোট ৯০০ ব্যক্তি মুক্তি পেয়েছে। তার অংশ হিসেবে আজও (শনিবার) ১৪০ জন বন্দি মুক্তি পায়।
সৌদি আরবের দক্ষিণ আঞ্চলীয় শহর আবহা থেকে আজ সকাল ৯টায় ইয়েমেনের ১২০ জন বন্দিকে নিয়ে একটি বিমান রওনা দেয় এবং ইয়েমেনের রাজধানীর সানায় বন্দিদের নিয়ে অবতরণ করে।
অন্যদিকে, ইয়েমেনের রাজধানী সানা থেকে রিয়াদের উদ্দেশ্যে একটি বিমান রওনা দেয় যাতে ২০ জন বন্দি ছিল। এরমধ্যে ১৬ জন সৌদি নাগরিক এবং তিনজন সুদানের।
সম্প্রতি ইয়েমেন এবং সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। এ ব্যাপারে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে প্রতিবেশী দেশ ওমান। গত কয়েক দিনে এই সমস্ত বন্দি বিনিময়ের ঘটনায় যুদ্ধের অবসান এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদ জোরালো হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ