এপ্রিল ২৩, ২০২৩ ১৩:৩৭ Asia/Dhaka
  • ইসরাইলে বিক্ষোভ
    ইসরাইলে বিক্ষোভ

ইহুদিবাদী ইসরাইলের উগ্রবাদী মন্ত্রিসভা দেশটির বিচার বিভাগে যে সংস্কার আনার পরিকল্পনা নিয়েছে তার বিরুদ্ধে পুরো ইসরাইলে লাখ লাখ মানুষ টানা ১৬ সপ্তাহের মতো বিক্ষোভ মিছিল করেছে। এর মধ্যে তেল আবিবে অন্যতম বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

তেল আবিবের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে অ-জনপ্রিয় ও দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সংস্কার পরিকল্পনার প্রতি বিরোধিতা প্রদর্শন করা হয়েছে।

আজ (রোববার) উপকূলীয় এ শহরে আরেকটি গণবিক্ষোভের পরিকল্পনা রয়েছে। এদিনই তেল আবিবে উত্তর আমেরিকার ইহুদি ফেডারেশনের সাধারণ পরিষদে নেতানিয়াহুর বক্তৃতা করার কথা রয়েছে। কাকতালীয়ভাবে বিক্ষোভ সমাবেশ ও নেতানিয়াহুর বক্তৃতা অনুষ্ঠানের দিনক্ষণ মিলে গেছে।

গত ডিসেম্বর মাসে নেতানিয়াহু নতুন করে ইসরাইলের ক্ষমতায় ফিরেছেন এবং বিতর্কিত ও উগ্রবাদী মন্ত্রিসভা গঠন করেছেন। এ মন্ত্রিসভা বিচার বিভাগকে কুক্ষিগত করার জন্য সংস্কার পরিকল্পনা করেছে যাতে তারা নিজেরাই পছন্দমতো বিচারক নিয়োগ দিতে পারে।

এছাড়া, মন্ত্রিসভা ও সংসদ যদি বিতর্কিত কোনো আইন পাস করে তাহলে সুপ্রিম কোর্ট তা বাতিল করতে পারবে না।
প্রচণ্ড বিক্ষোভের মুখে নেতানিয়াহু গত ২৭ মার্চ তথাকথিত সংস্কার পরিকল্পনা স্থগিত করেন। তারপরও সাপ্তাহিক বিক্ষোভ অব্যাহত রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ