জুন ২৮, ২০২৩ ১৮:৩৭ Asia/Dhaka
  • বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদ; আগামীকাল ইরানে

সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। ইরান, বাংলাদেশ ও ভারতসহ আরও কয়েকটি দেশে ঈদ উদযাপিত হবে আগামীকাল।

সৌদি আরবে প্রায় ২৫ লাখ মানুষ হজ করছেন। হজের সব আনুষ্ঠানিকতা শেষে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আজ পশু কুরবানি করছেন হাজিরা।

ঈদুল আজহা উদযাপন করছেন ফিলিস্তিরাও। আল আকসা মসজিদে ঈদের নামাজ আদায় করেন এক লাখ মানুষ। আল আকসা মসজিদকে ঘিরে ইহুদিবাদীদের ষড়যন্ত্র রুখতে ফিলিস্তিনিরা আজ দলে দলে এই মসজিদে সমবেত হন এবং একসঙ্গে নামাজ আদায় করেন। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান অর্থাৎ আল আকসা মসজিদ ধ্বংসের জন্য নানা ধরণের ষড়যন্ত্র করছে ইহুদিবাদী ইসরাইল।

এছাড়াও আজ সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মিশর ও জর্ডানসহ এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ-আফ্রিকার বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়েছে।

হিজরি বর্ষপঞ্জিতে শেষ মাস জিলহজের দশম দিনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় মুসলিমদের পবিত্র উৎসব ঈদুল আজহা। এই ঈদ কুরবানির ঈদ নামেও পরিচিত। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি করেন সামর্থ্যবান মুসলমানরা। মুসলমানদের জাতির পিতা হজরত ইবরাহিম আ.-এর ত্যাগের স্মৃতিবিজড়িত এ ঈদ। মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে বিসর্জন দেওয়ার শিক্ষা দেয় এই ঈদ।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ