জুলাই ২৮, ২০২৩ ১৯:১৬ Asia/Dhaka

ইহুদিবাদী ইসরাইলের স্বরাষ্ট্রমন্ত্রী ইতমার বেনগুয়ির অবৈধ ইহুদি বসতিগুলোর একদল লোককে নিয়ে মুসলমানদের প্রথম কিবলা আলআকসা মসজিদে হানা দিয়েছে। ইহুদিদের কথিত উপাসনালয় ধ্বংসের বার্ষিকী উপলক্ষে তারা এই অবমাননাকর ঘটনা ঘটিয়েছে।

 ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এই অবমাননার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। হামাস এইসব উস্কানিমূলক তৎপরতাকে বিপজ্জনক বলে উল্লেখ করে এসব তৎপরতার লক্ষ্য বা উদ্দেশ্যকে ধর্মীয় যুদ্ধ বাঁধানো বলে হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে আল-আকসা মসজিদের অবমাননা ঠেকাতে এই মসজিদের ভেতরে অবস্থান করছেন বহু ফিলিস্তিনি মুসল্লি।
 হানাদার ইহুদিবাদীরা গতকাল বৃহস্পতিবার আলআকসা মসজিদের বাবুল মাগারেব নামে খ্যাত প্রবেশ-পথ দিয়ে এই পবিত্র মসজিদে হানা দেয়। ইসরাইলি সংসদ নেসেট ও মন্ত্রীসভার কয়েকজন সদস্যও এই উস্কানিমূলক তৎপরতায় অংশ নেয়। 

অত্যন্ত উগ্র ইহুদিবাদী ও ফিলিস্তিন-বিদ্বেষী তৎপরতায় মাত্রাতিরিক্ত আক্রমণাত্মক অবস্থানের জন্য কুখ্যাত ইসরাইলি মন্ত্রী ইতমার বেনগুয়ির অধিকৃত ফিলিস্তিন থেকে সব আরব ও ফিলিস্তিনিদের বহিষ্কারের নীতিতে বিশ্বাসী। অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের ক্ষমতা লাভের পর এই মন্ত্রী এর আগেও দুই বার আল-আকসা মসজিদে হানা দিয়েছে। 

উগ্র ইহুদিবাদী এই ইসরাইলি মন্ত্রী এমন সময় এইসব তৎপরতা চালাচ্ছে যখন ইসরাইল নেতানিয়াহুর বিচার-বিভাগীয় সংস্কার নিয়ে গভীর রাজনৈতিক বিভাজন, সংকট ও গণবিক্ষোভের মত কঠিন সংকটের শিকার। বাহির থেকে আসা হতাশাগ্রস্ত ইসরাইলিরা দলে দলে আবারও নিজ নিজ দেশে ফিরে যাচ্ছে। ইসরাইলের প্রায় ৫০ শতাংশ ইসরাইলি মনে করছে যে বিচারবিভাগীয় সংস্কার নিয়ে ইহুদিবাদীদের মধ্যেই গৃহযুদ্ধ অত্যাসন্ন।

ইসরাইলি শাসকগোষ্ঠী বিভিন্ন সময় থেকেই মুসলমানদের প্রথম কিবলা আল-আকসার ইহুদিকরণের অপচেষ্টা চালিয়ে আসছে এবং মাঝে মধ্যেই তারা এই পবিত্র অঙ্গনে ইহুদিদের নানা ধর্মীয় উৎসব পালন করছে। এর মাধ্যমে তারা ধর্মীয় যুদ্ধের পরিবেশ সৃষ্টি করতে চায়। 

জাতিসংঘ ও পশ্চিমা শক্তিগুলোর নিরবতার কারণে ইহুদিবাদী দখলদাররা বার বার আলআকসা মসজিদে হানা দেয়ার বা এর পবিত্রতা লঙ্ঘনের দুঃসাহস দেখাচ্ছে। হামাস এইসব উস্কানিমূলক তৎপরতাকে বিপজ্জনক বলে উল্লেখ করে এসব তৎপরতার লক্ষ্য বা উদ্দেশ্যকে ধর্মীয় যুদ্ধ বাঁধানো বলে হুঁশিয়ারি দিয়েছে।

সৌদি সরকারও আলআকসা মসজিদে সাম্প্রতিক ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে এবং এসব হামলাকে সারা বিশ্বের মুসলমানদের আবেগ-অনুভূতিকে আহত করার পরিকল্পিত  পদক্ষেপ ও সব ধরনের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে।  #

পার্সটুডে/এমএএইচ/২৮   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।  

ট্যাগ