আগস্ট ১৮, ২০২৩ ১৪:৪৪ Asia/Dhaka
  • ইয়েমেনের জাতীয় আলোচক দলের প্রধান মোহাম্মাদ আব্দুস সালাম।
    ইয়েমেনের জাতীয় আলোচক দলের প্রধান মোহাম্মাদ আব্দুস সালাম।

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনের মধ্যে শান্তি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে সানা সফরে গেছে ওমানের একটি প্রতিনিধিদল। ইয়েমেনের জাতীয় আলোচক দলের প্রধান মোহাম্মাদ আব্দুস সালামের বরাত দিয়ে দেশটির আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ওমানের প্রতিনিধিদলটি গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছে।

আব্দুস সালাম বলেন, ওমানি প্রতিনিধিদলটি ইয়েমেনের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করবেন, পরিস্থিতি মূল্যায়ন করবেন এবং চুক্তি নবায়নের আলোচনা শুরু করবেন। তিনি আরো বলেন, সৌদি-মার্কিন আগ্রাসন বন্ধ রাখার ব্যাপারে আলোচনা চালিয়ে যাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ওমানি প্রতিনিধিদল সানা সফরে এসেছে। আব্দুস সালাম বলেন, আলোচনা শুরু হতে হবে মানবিক সংকট দিয়ে। 

ইয়েমেনে একটি কার্যকর সরকারের অনুপস্থিতিতে ২০১৫ সালে দেশটির আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন সেদেশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর আনসারুল্লাহর নিয়ন্ত্রণ থেকে ইয়েমেনকে বের করে নেয়ার লক্ষ্যে সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি দেশ ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে ভয়াবহ আগ্রসন শুরু করে।

আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলো ইয়েমেনে সৌদি আগ্রাসনে সব ধরনের পৃষ্ঠপোষকতা দেয়। ওয়াশিংটন ও রিয়াদ চেয়েছিল, তাদের পছন্দের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ইয়েমেনের ক্ষমতায় পুনর্বহাল করতে।

কিন্তু তারা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি উল্টো সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় ইয়েমেনের হাজার হাজার নিরপরাধ নাগরিক নিহত হয়েছে। জাতিসংঘ বলেছে, ইয়েমেনে ইতিহাসের সবচেয়ে বড় মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় গত বছর জাতিসংঘের মধ্যস্থতায় এক শান্তি চুক্তির মাধ্যমে সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন বন্ধ করে। তবে গত ২ অক্টোবর চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এটি আর নবায়ন করা হয়নি। #

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ