সেপ্টেম্বর ০২, ২০২৩ ১৪:৪৯ Asia/Dhaka
  • ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বেলজিয়ামের মন্ত্রীর মন্তব্য; প্রতিবাদে রাষ্ট্রদূত তলব করেছে তেল আবিব

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে ইহুদিবাদী ইসরাইলের সেনারা বসতবাড়ি উচ্ছেদ করার কারণে মানচিত্র থেকে এ সমস্ত গ্রামের নাম নিশানা মুছে যাবে বলে বেলজিয়ামের একজন মন্ত্রী মন্তব্য করায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে তেল আবিব। 

চলতে সপ্তাহের প্রথম দিকে একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বেলজিয়ামের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারোলিন গেনেজ ওই মন্তব্য করেন। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের দখলদারিত্ব এবং ইহুদিবাদী সেনাদের উচ্ছেদ অভিযানের কারণে ফিলিস্তিনি সম্প্রদায় নিশ্চিহ্ন হওয়ার পথে রয়েছে। দিন দিন পরিস্থিতি খুবই নাজুক হয়ে পড়ছে এবং ফিলিস্তিনি গ্রামগুলো মানচিত্র থেকে মুছে যাওয়ার কাছে চলে গেছে।

বেলজিয়ামের মন্ত্রী বলেন, আগের চেয়ে এখন সহিংসতা ক্ষণস্থায়ী হচ্ছে তবে অনেক বেশি হচ্ছে এবং পরিস্থিতি খুবই উত্তেজনাকর। এর ফলে ফিলিস্তিনিদের দম ফেলার কোনো অবস্থা নেই।

বেলজিয়ামে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ইদিত রোজেনজেভিগ আবু জানান, বেলজিয়ামের মন্ত্রীর এই বক্তব্যের ব্যাখ্যা দেয়ার জন্য দেশটির রাষ্ট্রদূতকে তেল আবিব তলব করেছে। এছাড়া, বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মন্ত্রী গেনেজকে একটি প্রতিবাদ চিঠি দিয়েছেন ইসরাইলের রাষ্ট্রদূত রোজেনজেভিগ।#


পার্সটুডে/এসআইবি/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ