এপ্রিল ১৬, ২০২৪ ১৯:১৬ Asia/Dhaka
  • ইরানের পুরনো ভার্সনের ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষম ইসরাইল

বেলজিয়ামের খ্যাতিমান সাংবাদিক ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এলিজা জে. ম্যাগনিয়ার বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান গত শনিবার দিবাগত রাতে ইহুদিবাদী ইসরাইলের ‌ওপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার সামান্য সংখ্যক তেল আবিব প্রতিহত করতে পেরেছে। গতকাল (সোমবার) সামাজিক মাধ্যম এক্স পেইজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তিনি এই পোস্টে ইরানের হামলা মোকাবেলা করার ক্ষেত্রে ইসরাইলি বাহিনীর ব্যর্থতার কথা তুলে ধরেন। 

জে. ম্যাগনিয়ার বলেন, সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলা করার পর ইহুদিবাদী ইসরাইল ইরানের শাস্তিমূলক হামলা প্রতিহত করার জন্য এক সপ্তাহের বেশি সময় পেয়েছে। ইরান এই হামলায় বেশিরভাগই পুরনো ভার্সনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং এক হাজার কিলোমিটারের বেশি দূরত্ব থেকে এসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এরপরও ইসরাইল একা এইসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়নি, তারা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং জর্দানের সহায়তা নিয়েছে। 

বেলজিয়ামের এ সাংবাদিক তার পোস্টে বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ে পশ্চিমা গণমাধ্যমের দ্বিমুখী অবস্থানেরি কথাও তুলে ধরেন। তিনি বলেন, “সব কিছু দেখে মনে হচ্ছে পশ্চিমারা ভুলে গেছে যে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরাইল দামেস্কে ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে এবং জাতিসংঘ সনদ অনুযায়ী ইরান এই অপরাধের জবাব দেয়ার অধিকার রাখে।”#

পার্সটুডে/এসআইবি/জিএআর/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

ট্যাগ