সেপ্টেম্বর ০৮, ২০২৩ ১৬:১৭ Asia/Dhaka
  • লেবাননের উপশহর লক্ষ্য করে অগ্নিবোমা নিক্ষেপ করল ইসরাইলি সেনারা

লেবাননের দক্ষিণাঞ্চলের মেইস আল জাবাল উপশহরের দিকে অগ্নি-বোমা নিক্ষেপ করেছে ইসরাইলি সেনারা। বার্তা সংস্থা স্পুটনিক জানিয়েছে, ইসরাইলের টহল বাহিনীর নিক্ষিপ্ত অগ্নি-বোমার কারণে ঐ এলাকায় আগুন ধরে যায়।

আগুন নেভাতে অগ্নি নির্বাপক বাহিনী সেখানে পৌঁছালে আকাশ থেকে তাদের ওপর গুলি চালানো হয় বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। অগ্নিকাণ্ডের কারণে ঐ এলাকায় ইসরাইলের পেতে রাখা দু'টি মাইনও বিস্ফোরিত হয়েছে।

এদিকে, ইহুদিবাদী বাহিনী সম্প্রতি নতুনকরে দক্ষিণ লেবাননের পানি সীমা লঙ্ঘন করেছে। 

লেবাননের সরকার এ পর্যন্ত বহুবার এ ধরণের হামলা ও সীমা লঙ্ঘনের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে।

২০০৬ সালে লেবাননের বিরুদ্ধে ইসরাইলের ৩৩ দিনের যুদ্ধের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ১৭০১ নম্বর প্রস্তাব পাস হয়। এই প্রস্তাবে বলা হয়েছে, লেবাননের বিরুদ্ধে কোনো ধরণের বিদ্বেষমূলক তৎপরতা চালাবে না দখলদার ইসরাইল। কিন্তু দখলদার ইসরাইল এই প্রস্তাবকে গুরুত্ব না দিয়ে লেবাননের আকাশ, ভূমি ও নৌ সীমা লঙ্ঘন করছে।#  

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ