সেপ্টেম্বর ২০, ২০২৩ ০৯:২৪ Asia/Dhaka
  • মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনের ইবনে সিনা হাসপাতালে নিহতদের একজনের আত্মীয় ও বন্ধুরা শোক প্রকাশ করছেন।
    মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরের জেনিনের ইবনে সিনা হাসপাতালে নিহতদের একজনের আত্মীয় ও বন্ধুরা শোক প্রকাশ করছেন।

ইহুদিবাদী ইসরাইলি সেনারা অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীর ও গাজা উপত্যকায় আলাদা হামলা চালিয়ে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে তিন ফিলিস্তিনি পশ্চিম তীরে এবং একজন গাজা উপত্যকায় শহীদ হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে হানা দিয়ে ওই তিন ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে হত্যা করে দখলদার সেনারা। এ সময় অপর ২০ জন আহত হন।

তবে ওই মন্ত্রণালয় নিহত ফিলিস্তিনিদের পরিচয় জানাতে পারেনি। এদিকে, গাজা উপত্যকায় নিহত ২৫ বছর বয়সি ফিলিস্তিনি যুবকের নাম ইউসেফ সালেম রাদওয়ান বলে উল্লেখ করা হয়েছে।

বর্বর ইসরাইলি সেনারা রাদওয়ানের মাথায় গুলি করলে তার খুলি উড়ে যায়। এ সময় অপর নয় ফিলিস্তিনি গুলিতে আহত হন যাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার এবং উগ্র ইহুদিবাদী বসতি স্থাপনকারীদের হাতে আল-আকসা মসজিদের অবমাননার প্রতিবাদে গত বেশ কয়েকদিন ধরে গাজা সীমান্তে বিক্ষোভ দেখাচ্ছেন ফিলিস্তিনিরা। মঙ্গলবার খান ইউনুস সীমান্তে সেই বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা।#

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ