অক্টোবর ২১, ২০২৩ ১০:৩৬ Asia/Dhaka
  • আহমেদ আত্তাফ লাত এবং আমির আবদুল্লাহিয়ান
    আহমেদ আত্তাফ লাত এবং আমির আবদুল্লাহিয়ান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, এই মুহূর্তে সবচেয়ে অগ্রাধিকার পাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইহুদিবাদী ইসরাইলের বর্বর অপরাধযজ্ঞ থামানো এবং দ্রুত মানবিক ত্রাণ সহায়তা পাঠানো।

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ লাতের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, অসহায় ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর হত্যাকাণ্ড বন্ধের জন্য মুসলিম দেশগুলোর পক্ষ থেকে পরামর্শ জোরদার করা উচিত।

ফোনালাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিন ইস্যুতে তেহরানের অনুসৃত নীতি এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি মিশরের মধ্য দিয়ে গাজা উপত্যকায় জরুরী ওষুধপত্র ও খাদ্য সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।

ফোনালাপে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের বৈধ অধিকার একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে ব্যর্থ ফলাফল তা থেকেই আজকের এই সংকট সৃষ্টি হয়েছে। আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীও ফিলিস্তিনের নিরস্ত্র ও অসহায় মানুষের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন বন্ধের আহ্বান জানান এবং দ্রুত গাজা উপত্যকায় মানবিক সহায়তা পাঠানোর দাবি করেন।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ