নভেম্বর ১০, ২০২৩ ১৬:২৬ Asia/Dhaka
  • গাজা সংকট সমাধানের ব্যাপারে ইতিবাচক সংকেত তুর্কি প্রেসিডেন্টের

তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন: গাজা সংকট সমাধানের ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টায় আঙ্কারা 'ইতিবাচক সংকেত' পেয়েছে।

রজব তাইয়্যেব এরদোয়ান গাজা সংকট সমাধানের বিষয়ে বক্তব্য রাখার সময় ওই দাবি করেন। আজ (শুক্রবার) তুর্কি প্রেসিডেন্ট গাজা সংকট সমাধানে তাঁর দেশের কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে বক্তব্য রাখেন।

বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তিনি বলেছেন: আমরা যুদ্ধবিরতির ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টায় সবুজ সংকেত পেয়েছি।

এরদোয়ান আরও বলেন: গাজা থেকে আহতদের স্থানান্তর করার জন্য একটি করিডোর খোলারও চেষ্টা চালিয়েছে তুরস্ক। ওই প্রচেষ্টার ব্যাপারেও ইতিবাচক সংকেত পেয়েছে আঙ্কারা। তিনি বলেন: করিডোর খোলার বিষয়টি শুধুমাত্র মানবিক ত্রাণ স্থানান্তরের জন্যই নয়। আমরা নিপীড়িত ও আহত ফিলিস্তিনিদের স্থানান্তরের নিশ্চয়তা দিতে ইসরাইলের ওপর চাপ বাড়াতে চাই।

এরদোয়ান আরও বলেন: হামাস আন্দোলন বেসামরিক বন্দিদের আটক রাখতে চায় না। সুতরাং ইসরাইলি এবং ফিলিস্তিনীদের পারস্পরিক মুক্তির একটা প্রক্রিয়া খুবই প্রয়োজন।#

পার্সটুডে/এনএম/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ