নভেম্বর ১১, ২০২৩ ১৮:০৭ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসন মোকাবেলায় হিজবুল্লাহ যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর একজন কর্মকর্তা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন মোকাবেলার জন্য তার সংগঠনের যোদ্ধারা সম্পূর্ণভাবে প্রস্তুত। এ লক্ষ্য নিয়ে লেবানন ও ইসরাইল সীমান্তের দুটি এলাকায় হিজবুল্লাহ যোদ্ধাদের মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি গোলান ও গ্যালিলি এলাকায়ও হিজবুল্লাহ যোদ্ধাদের পাঠানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা গতকাল (শুক্রবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে বলেন, অভিযান চালনোর লক্ষ্য নিয়ে হিজবুল্লাহ যোদ্ধাদের এসব এলাকায় পাঠানো হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইসরাইলের যেকোনো আগ্রাসন মোকাবেলার জন্য হিজবুল্লাহ যোদ্ধাদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

হিজবুল্লাহর এই কর্মকর্তা বলেন, “গাজার চলমান যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো বিরাট সংখ্যক ইসরাইলি সেনাকে লেবানন সীমান্তে টেনে আনতে সক্ষম হয়েছে হিজবুল্লাহ। এর ফলে গাজা উপত্যকায় ইসরাইল পূর্ণ শক্তি নিয়ে স্থল অভিযান চালাতে পারছে না যা গাজার ওপর চাপ কমিয়েছে। 

হিজবুল্লাহর এ কর্মকর্তা বলেন, আরেকটি অর্জন হচ্ছে হিজবুল্লাহ যোদ্ধাদের সীমান্তে মোতায়েনের ফলে ইসরাইল দ্বিধা-দ্বন্দ্বে পড়েছে এবং যুদ্ধ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য ইসরাইল সংঘাত এড়ানোর চেষ্টা করছে। #

পার্সটুডে/এসআইবি/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ