নভেম্বর ৩০, ২০২৩ ১৩:০৭ Asia/Dhaka
  • আরো একদিনের জন্য বাড়লো হামাস-ইসরাইল যুদ্ধবিরতি

ইহুদিবাদী ইসরাইল এবং গাজার ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস আরো একদিন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। কাতারের মধ্যস্থতায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র ১০ মিনিট আগে এই সমঝোতা হয়। আজ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল সাতটায় এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল।

একদিন যুদ্ধবিরতির কারণে গাজার বেসামরিক লোকজন আরো একটি দিন ইসরাইলের বর্বর আগ্রাসন থেকে মুক্ত থাকবে এবং তাতে হয়ত আরো কিছু প্রাণ বেঁচে যাবে। ইসরাইল বার বার বলছে, যুদ্ধবিরতি শেষ হলেই তারা আবার যুদ্ধ শুরু করবে। গাজার প্রতিরোধ যোদ্ধারাও পাল্টা ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়ে রেখেছে।

ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা কিছুক্ষণ আগে একটি তালিকা পেয়েছে যাতে আরো কিছু ইসরাইলি বন্দীর নাম রয়েছে। নতুন যুদ্ধবিরতির সময় এসব বন্দীকে মুক্তি দেবে হামাস। তবে কতজনের নাম রয়েছে এই তালিকায় তা জানায়নি ইসরাইলি সামরিক বাহিনী। এর আগে গতকাল হামাস আরো ১৬ জন বন্দীকে মুক্তি দেয়। এর মধ্যে ১২ জন ইসরাইলি এবং বাকিরা বিদেশি নাগরিক। ইসরাইলও গতকাল মুক্তি দিয়েছে ৩০ জন ফিলিস্তিনি বন্দীকে। 

হামাস-ইসরাইল নতুন যুদ্ধবিরতির মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইসরাইল সফরে গেছেন। গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর এ নিয়ে তিনি তিন দফায় ইসরাইল সফর করলেন। এবার তিনি পশ্চিম তীর সফর করবেন বলে জানা গেছে।#

পার্সটুডে/এসআইবি/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ