ডিসেম্বর ১৩, ২০২৩ ১৪:১১ Asia/Dhaka
  • ইহুদিবাদী ফুটবল দলকে স্পন্সর করবে না পুমা

ক্রীড়া সামগ্রী বিক্রির আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানি পুমা ইহুদিবাদী ইসরাইলের ফুটবল দলকে স্পন্সর করার চুক্তি বাতিল করেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার সেনারা যখন দুই মাসের বেশি সময় ধরে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তখন এই সিদ্ধান্তের কথা জানালো কোম্পানিটি।

জার্মানির এ কোম্পানিটি জানিয়েছে, আগামী বছর থেকে তারা ইসরাইলের ফুটবল দলের জন্য ক্রীড়া সামগ্রী সরবরাহের স্পন্সরশিপ বাতিল করবে। এই স্পন্সরশিপের আওতায় পুমা ইসরাইলি ফুটবল দলের জন্য জার্সি এবং অন্যান্য ক্রীড়া সামগ্রী সরবরাহ করত।

পুমার মুখপাত্র গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন সই করা দুটি জাতীয় দলের সাথে চুক্তি চলতি বছরের শেষ নাগাদ ও ২০২৪ সালের মধ্যে শেষ হবে। এই দুটি দল হিসেবে ওই মুখপাত্র ইসরাইল ও সার্বিয়ার কথা উল্লেখ করেন।

এর আগে ব্রিটিশ প্রভাবশালী পত্রিকা ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, বিশ্বের তৃতীয় বৃহত্তম স্পোর্টস ব্র্যান্ড ইসরাইলের ফুটবল দলকে ক্রীড়া সামগ্রী সরবরাহ করার চুক্তি বাতিল করেছে।  পত্রিকাটির দাবি, এক বছর আগে পুমা এই সিদ্ধান্ত নিয়েছে এবং এর সাথে গাজা আগ্রাসনের কোনো সম্পর্ক নেই।

গাজার নিরপরাধ জনগণের ওপর ইসরাইলি বর্বরতার কারণে সারা বিশ্বে ইসরাইলি পণ্য বর্জনের আন্দোলন চলছে। এতে বাপাক সাড়া পড়েছে। আবার অনেক কোম্পানি ইসরাইলকে বয়কট করার জন্য চুক্তি বাতিল করছে।# 

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ