ডিসেম্বর ১৬, ২০২৩ ১৫:২৯ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসন বন্ধে ইরান চীন সৌদি আরবের যৌথ আহ্বান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন দ্রুত বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যৌথভাবে আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান, চীন এবং সৌদি আরব। এর পাশাপাশি গাজাবাসীর জন্য যাতে টেকসইভাবে ত্রাণ সরবরাহ করা যায় তার ব্যবস্থা নিশ্চিত করার কথা বলেছে এই তিন দেশ।

গতকাল (শুক্রবার) চীনের রাজধানী বেইজিংয়ে দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী দেং লি, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি এবং সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ বিন আব্দুল কারিম আল-খেরেইজি যৌথ বৈঠকের পর এই আহ্বান জানান।

বিবৃতিতে তিন মন্ত্রী গাজার জনগণকে স্থানান্তরের কঠোর বিরোধিতা করেছেন। তারা জোর দিয়ে বলেন, গাজাবাসীর জন্য ভবিষ্যতে যেকোনো ব্যবস্থা নিতে হলে তাদরে মতামত ও সমর্থন নিয়েই তা করতে হবে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রেও সেখানকার জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে।

গাজা উপত্যকায় ইহুদিবাদীদের যে আগ্রাসন চলছে তাতে তিন কূটনৈতিক গভীর উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি ইরান ও সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা করা হয়। তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ করার ক্ষেত্রে চীনের প্রভাবশালী ভূমিকার প্রশংসা করেন ইরান ও সৌদি আরবের দুই মন্ত্রী। আগামী জুন মাসে এই তিন দেশের যৌথ বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হবে।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ