ডিসেম্বর ২৮, ২০২৩ ২৩:৩০ Asia/Dhaka

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহ খামেনেয়ীর উদ্দেশে ভিডিও বার্তা পাঠিয়েছেন গাজার এক নারী সাংবাদিক। ইরানের বিভিন্ন প্রান্ত থেকে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাত করতে আসা নারীদের সমাবেশে গতকাল (বুধবার) এই ভিডিও বার্তা প্রচার করা হয়। সর্বোচ্চ নেতা মনোযোগের সঙ্গে এই বার্তা শুনেছেন।

ইসরা আল বুহাইসি নামের এই ফিলিস্তিনি সাংবাদিক বলেন, সব মুসলিম সরকার যদি ইরানের মতো ফিলিস্তিনিদের সাহায্য করত তাহলে ফিলিস্তিনি ভূমি এতদিনে ইসরাইলি দখল থেকে মুক্ত হয়ে যেত।

ইসরা আল বুহাইসি বর্তমানে ইরানের আরবি ভাষার টিভি চ্যানেল আল-আলম এর রিপোর্টার হিসেবে কাজ করছেন।

এই ফিলিস্তিনি রিপোর্টার গাজার ধ্বংসস্তুপে দাঁড়িয়ে আরবিতে বলেন, ‘আপনারা ইরানি জাতি হলেন একমাত্র জাতি যারা ফিলিস্তিন ও মসজিদুল আকসা ইস্যুতে দৃঢ় অবস্থান নিয়েছেন এবং ফিলিস্তিনের প্রতি সমর্থনের কারণে কঠোরতম নিষেধাজ্ঞা ও চাপের মুখে পড়েছেন’।

এই সাংবাদিক আরও বলেন, ‘আমি এই বৈঠকে সরাসরি উপস্থিত নই। কিন্তু আমার বার্তাটি শুনুন। আমার বার্তা হচ্ছে, এখন পর্যন্ত যেভাবে ফিলিস্তিনের জনগণকে সমর্থন দিয়ে গেছেন ঠিক সেভাবে সমর্থন অব্যাহত রাখুন’।

ইসরা আল বুহাইসি ভিডিও বার্তার একাংশে আরও বলেন, ‘আমি বেঁচে থাকব কিনা তা জানি না। হয়তো আল্লাহ আমার জন্য শাহাদাৎ লিখে রেখেছেন। কিন্তু আমার দাবি হলো, গাজা তথা ফিলিস্তিনের জনগণকে একা ফেলে দেবেন না। জেনে রাখুন আল্লাহ আমাদের সঙ্গে আছেন’।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ