জানুয়ারি ২৪, ২০২৪ ২১:৩৫ Asia/Dhaka
  • অবিলম্বে বন্দি চুক্তির আহ্বান জানিয়ে মহিলাদের বিশাল মিছিল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাস এবং ইসলামী জিহাদের হাতে আটক ইসরাইলি বন্দিদের মুক্তির দাবিতে হাজার হাজার নারী তেল আবিব-সহ বিভিন্ন শহরের বিক্ষোভ মিছিল করেছেন।

বিক্ষোভ পূর্ব সমাবেশে আয়োজকরা অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ, বন্দি বিনিময়ের চুক্তি এবং বন্দিদের দ্রুত ইসরাইলে ফেরত আনার দাবি জানান।

গতকাল (মঙ্গলবার) গাজার খান ইউনুস শহরে হামাসের হামলায় এবং দুটি ভবন ধসে অন্তত ২৪ জন সেনা নিহত হওয়ার পর ইসরাইলের নারীরা এই বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। 

অবশ্য এর আগে থেকেই গাজা যুদ্ধ বন্ধ এবং বন্দিদের মুক্তির দাবিতে ইসরাইলে বিক্ষোভ মিছিল হয়ে আসছে। সম্প্রতি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পদত্যাগের দাবিতে অন্তত তিনটি শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া, বন্দি মুক্তির দাবিতে ইসরাইলের জাতীয় সংসদ নেসেটের সাধারণ অধিবেশন এবং অর্থ বিষয়ক কমিটির বৈঠকে লোকজন ঢুকে পড়ে চেচামেচি-চিৎকার এবং হৈ-হট্টগোল করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ