ফেব্রুয়ারি ০৮, ২০২৪ ১৮:০৪ Asia/Dhaka

গাজার যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে ইসরাইলি সৈন্যদের মানসিক সমস্যা দেখা দেয়ার পাশাপাশি তাদের মানসিক চিকিৎসা জরুরি হয়ে পড়েছে। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধের পঞ্চম মাস পেরিয়ে যাচ্ছে।

এই যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে, সামরিক ক্ষেত্রে ইসরাইলের বিপর্যয়। এ যুদ্ধে এখন পর্যন্ত শতাধিক ইসরাইলি সেনা নিহত ও হাজার হাজার আহত হয়েছে। ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারনোত লিখেছে, হত্যাকাণ্ডে জড়িত অনেক ইসরাইলি সেনার মানসিক চিকিৎসার প্রয়োজন হয়ে পড়েছে। দৈনিকটির মতে, এই সমস্যাটির কারণ হচ্ছে গাজার বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলি সৈন্যরা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এর আগে ইসরাইলি সূত্রগুলো জানিয়েছিল, গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৯০০০ ইসরাইলি সৈন্য মানসিক পরিষেবা পেয়েছে এবং সুস্থ হয়ে এক চতুর্থাংশ আর যুদ্ধে ফিরে আসেনি।

ইসরাইলি দৈনিক হারেৎজ এর আগে লিখেছিল 'কমপক্ষে ৫০০ ইসরায়েলি সেনা মানসিক রোগীতে পরিণত হয়েছে। গাজা যুদ্ধের শুরু থেকে, এই সৈন্যরা মানসিক সমস্যা, মানসিক ব্যাধি, আঘাত পরবর্তী ভয় ও উত্তেজনা ইত্যাদির সম্মুখীন হয়েছে। বিশেষ করে গাজায় অব্যাহত যুদ্ধ এবং এই যুদ্ধের পরিণতির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যের অভাবের পাশাপাশি গাজায় হামাস বাহিনীর অতর্কিত হামলার কারণে সারাক্ষণ উদ্বেগের মধ্যে থাকতে থাকতে ইসরাইলি সৈন্যদের মনস্তাত্ত্বিক সংকট তীব্র আকার ধারণ করেছে।

বহু সংখ্যক ইসরাইলি সৈন্যের মানসিক সংকট দেখা দেয়ার কারণে তাদের সংবাদ মাধ্যম 'কান' জানিয়েছে, সেখানে বেশ কয়েকটি মানসিক স্বাস্থ্যকেন্দ্র খোলা  হবে। এই উদ্যোগ নেয়ার মাধ্যমে ইসরাইলি সেনাবাহিনী কার্যত তাদের সৈন্যদের সমস্যার বিষয়টি স্বীকার করে নিল বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইসরাইলি সৈন্যদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক ব্যাধি দেখা গেছে। আত্মহত্যা এই মানসিক ব্যাধির অন্যতম একটি দিক। মানসিক ব্যাধিতে ভোগা ইসরাইলি সৈন্যদের আত্মহত্যা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে এবং ইসরাইলি গণমাধ্যম বহুবার খবর দিয়েছে, সামরিক বাহিনীতে আত্মহনন, শরীরে অগ্নি সংযোগ এবং গুলি করার ঘটনা ঘটছে।

মানসিক সেন্টারের পুনর্বাসন বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরাইলি পত্রিকা ইয়াদিউথ আহারনোট আরো জানিয়েছে, নার্স এবং মনোরোগ বিশেষজ্ঞদের একটি টিম গঠন করা হবে যারা আত্মহত্যার প্রবণতা আছে এমন  সেনাদের চিকিৎসা করবে।

সৈন্যদের মানসিক রোগ এমনকি ইসরাইলি নাগরিক এবং তাদের আশেপাশের লোকদের জন্যও সমস্যা সৃষ্টি করেছে। ইসরাইলে টিভি চ্যানেল-12 সম্প্রতি জানিয়েছে গাজার যুদ্ধ থেকে ফিরে আসা একজন সৈন্য যুদ্ধের কারণে সৃষ্ট মানসিক চাপে তার এক বন্ধুকে গুলি করে হত্যা করেছে।#

পার্সটুডে/রেজওয়ান হোসেন/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ