ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১৪:০২ Asia/Dhaka
  • ইসরাইলি সেনা
    ইসরাইলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইহুদিবাদী ইসরাইলের আরো এক কমান্ডারসহ তিন সেনা নিহত হয়েছে। গতকাল (মঙ্গলবার) দখলদার সেনাবাহিনী তিন সেনা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, নিহত কমান্ডারের নাম লেফটেন্যান্ট কর্নেল নেটানেল ইয়াকোভ আল-কুবি। ইসরাইলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের দক্ষিণ ব্রিগেডের ৬৩০তম ব্যাটালিয়নকে কমান্ড করার সময় ৩৬ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল নেটানেল আল-কুবি মারা যায়।

সামরিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরাইল জানিয়েছেন, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনুস শহরের একটি ভবনে অবস্থান করার সময় সেখানে ফিলিস্তিনি যোদ্ধারা বোমার বিস্ফোরণ ঘটান এবং এই তিন সেনা নিহত হয়। তিন সেনা নিহত হওয়ার ফলে গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে ইসরাইলের এ পর্যন্ত নিহত সেনার সংখ্যা ২৩২ জনে দাঁড়ালো।

তবে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধারা বলছেন, গাজা উপত্যকায় ইসরাইলি নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকালের ঘটনায় আরো দুই সেনা মারাত্মকভাবে আহত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ