মার্চ ০৪, ২০২৪ ০৯:৩৭ Asia/Dhaka
  • হুসেইন আল-এজ্জি
    হুসেইন আল-এজ্জি

ইসরাইলি গণহত্যা অভিযানের শিকার গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ব্রিটিশ জাহাজগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আল-এজ্জি সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে এ হুঁশিয়ারি দিয়েছেন।

দুই সপ্তাহ আগে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটি ব্রিটিশ কারগো জাহাজ লোহিত সাগরে পুরোপুরি ডুবে যাওয়ার একদিন পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

এজ্জি বলেন, “ইয়েমেন আরো ব্রিটিশ জাহাজ ডুবাতে থাকবে এবং এর বিরুদ্ধে যেকোনো প্রতিক্রিয়া ব্রিটেনকে আরো বেশি নিমজ্জিত করবে। ব্রিটেন একটি দুর্বৃত্ত রাষ্ট্র যা গাজার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ভয়াবহ অপরাধযজ্ঞে আমেরিকার সহযোগীতে পরিণত হয়েছে।”

গত ১৮ ফেব্রুয়ারি বাব আল-মান্দাব প্রণালিতে বেলজিয়ামের পতাকাবাহী ব্রিটিশ কারগো জাহাজ এমভি রুবাইমার ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়। লোহিত সাগর ও এডেন সাগরের মধ্যে সংযোগ রক্ষাকারী ওই প্রণালিতে হামলার শিকার হয়ে ব্রিটিশ জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং পুরোপুরি থেমে যায়।

ব্রিটিশ কারগো জাহাজ এমভি রুবাইমার

এ অবস্থায় ব্রিটিশ সরকার জাহাজটি থেকে তার ক্রুদের সরিয়ে নিতে বাধ্য হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, তারা জাহাজটির ক্রুদের কোনো ক্ষতি করেনি বরং তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। সে ঘটনার প্রায় দুই সপ্তাহ পর শনিবার ব্রিটিশ জাহাজটির ডুবে যাওয়ার ভিডিও চিত্র বিশ্বব্যাপী প্রচারিত হয় যা লন্ডনের জন্য চরম অবমাননাকর পরিস্থিতি সৃষ্টি করে।

গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার জবাবে ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন ও ইসরাইলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। জানুয়ারি মাসে ইঙ্গো-মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে বিমান হামলা চালানোর পর ইয়েমেনের সেনাবাহিনী হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ