মার্চ ০৫, ২০২৪ ১৯:৩৮ Asia/Dhaka
  • পাশ্চাত্যের রাজনীতিবিদেরা এখনও ঔপনিবেশিক মানসিকতায় আচ্ছন্ন: সিরিয়া

আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর ঔপনিবেশিক মানসিকতা ও সম্প্রসারণকামী নীতির তীব্র সমালোচনা করেছে সিরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাশ্চাত্যের রাজনৈতিক পরিস্থিতি বিপর্যয়কর এবং বর্তমানে তারা নৈতিকতা ও বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

ইউরোপীয় ইউনিয়নের সাম্প্রতিক বৈঠক থেকে সিরিয়া সরকারের সমালোচনা করে বক্তব্য দেওয়া হয়েছে। সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের প্রতি আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিরবচ্ছিন্ন সমর্থন ও সহযোগিতার কারণে সিরিয়ায় সহিংসতা ও সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন উল্টো সিরিয়ার সরকারকেই দোষারোপ করেছে।

সিরিয়া এ ধরণের ভিত্তিহীন কথাবার্তাকে সেদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ হিসেবে ঘোষণা করেছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবটি বর্ণবাদী চিন্তা-চেতনায় পরিপূর্ণ।

বিবৃতিতে আরও বলা হয়, পাশ্চাত্যের ক্ষমতায় যেসব রাজনীতিবিদ রয়েছেন তাদের অনেকেই ঔপনিবেশিক মানসিকতা-সম্পন্ন এবং সম্প্রসারণকামী। পশ্চিমাদের বাস্তবতা-বিবর্জিত বক্তব্য থেকে তাদের বিপর্যয়কর রাজনৈতিক অবস্থার প্রমাণ পাওয়া যায়।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ