মার্চ ০৮, ২০২৪ ১৪:৫৪ Asia/Dhaka
  • গাজার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতা লজ্জাজনক পর্যায়ে পৌঁছেছে: হুথি

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি অভিযোগ করেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নীরবতা লজ্জাজনক পর্যায়ে উপনীত হয়েছে। তিনি আরো বলেছেন, এই উপত্যকার গণহত্যায় আমেরিকা প্রধান সহযোগীর ভূমিকা পালন করছে।

তিনি বৃহস্পতিবার রাতে নিজের সাপ্তাহিক টেলিভিশন ভাষণে বলেছেন, গাজা উপত্যকায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলির আগ্রাসন ষষ্ঠ মাসে পড়েছে। আর গাজাবাসীর বিরুদ্ধে এই জাতিগত শুদ্ধি অভিযান আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ঘটছে।

আব্দুল মালিক আল-হুথি বলেন, গাজাবাসীর ওপর চলমান গণহত্যা মানবতাবিরোধী অপরাধ। নিষিদ্ধ সব অস্ত্র দিয়ে গাজাবাসীকে হত্যা করা হচ্ছে এবং এই উপত্যকায় নিরাপদ স্থান বলে আর কোনোকিছু অবশিষ্ট নেই।

তিনি বলেন, এই অপরাধযজ্ঞের প্রধান অংশীদার মার্কিন সরকার গোটা বিশ্ববাসীর জন্য লজ্জা বয়ে এনেছে। ইয়েমেনের এই হুথি নেতা বলেন, ইসরাইলকে কোটি কোটি ডলার মূল্যের সমরাস্ত্র সরবরাহ করার পর এখন বিশ্ববাসীর চোখে ধুলা দেয়ার জন্য আমেরিকা আকাশ থেকে মাত্র কয়েক হাজার প্যাকেট ত্রাণ ফেলেছে। অথচ এই আমেরিকাই স্থলপথে গাজায় ত্রাণ প্রবেশ করতে বাধা দিচ্ছে।

কিন্তু এতসব সত্ত্বেও গাজায় আটক ইসরাইলি পণবন্দিদের মুক্তি কিংবা হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জনে ইসরাইল চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। হুথি বলেন, পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধেও ইসরাইল হেরে গেছে এবং ইহুদিবাদী সেনারা যুদ্ধ করার মনোবল হারিয়ে ফেলেছে।#

পার্সটুডে/এমএমআই/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ