মার্চ ১৭, ২০২৪ ১৮:৫১ Asia/Dhaka
  • যুদ্ধের জন্য প্রস্তুত ইয়েমেনিরা
    যুদ্ধের জন্য প্রস্তুত ইয়েমেনিরা

ইরাকের শীর্ষ পর্যায়ের আলেম এবং ন্যাশনাল উইসডম অফ মুভমেন্ট বা হিকমা দলের প্রধান আম্মার হাকিম ইয়েমেনে আমেরিকা ও ব্রিটেনের বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছেন, গাজা যুদ্ধকে ইয়েমেন পর্যন্ত টেনে নিয়ে আমেরিকা ভয়ংকর ভুল করেছে।

গতকাল (শনিবার) ইরাকের পবিত্র নাজাফ শহরে এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আম্মার হাকিম বলেন, আমেরিকা যে ভুল করেছে তা তাদের সংশোধন করা উচিত এবং আঞ্চলিক ঘটানাবলীর বাস্তবতাকে আমেরিকার মেনে নেয়া উচিত।

ইরাকের এই প্রখ্যাত আলেম আরো বলেন, “পুরো বিশ্ব বদলে যাচ্ছে এবং বিশ্বে যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আসছে তার সাথে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে মধ্যপ্রাচ্য।”

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল গাজার নারী-শিশু ও ক্ষুধার্ত মানুষের উপর হত্যাকাণ্ড চালিয়ে সমস্ত নীতি-নৈতিকতাকে পদদলিত করেছে। আগ্রাসন বন্ধ এবং যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে সারা বিশ্ব থেকে আহ্বান জানানো সত্ত্বেও ইসরাইল তা ভ্রুক্ষেপ করছে না বরং তারা লাগাতারভাবে ফিলিস্তিনি জনগণের ওপর অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

গাজার জনগণের ‌ওপর যে হত্যাযজ্ঞ চলছে তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতাকে তিনি দায়ী করেন। পাশাপাশি ফিলিস্তিনি ভাইদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের কাঁধে কাঁধ রেখে দাঁড়ানোর জন্য তিনি আরব বিশ্বের প্রতি আহ্বান জানান আম্মার হাকিম।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ