মার্চ ২০, ২০২৪ ১৭:৫৮ Asia/Dhaka
  • গাজার কাছে বন্দর নির্মাণের পরিকল্পনা; সামনে এলো বীর বুশনেল ও সম্পদ লুট প্রসঙ্গ
    গাজার কাছে বন্দর নির্মাণের পরিকল্পনা; সামনে এলো বীর বুশনেল ও সম্পদ লুট প্রসঙ্গ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকার কাছে যে বন্দর নির্মাণ করতে চাইছেন তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। অলনাইন অ্যাকটিভিস্ট নাহলা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বা সাবেক টুইটারে দেওয়া পোস্টে জো বাইডেনের গোপন উদ্দেশ্য খতিয়ে দেখার চেষ্টা করেছেন।

তিনি আরবি ভাষায় যা লিখেছেন তার অর্থ হলো, 'গাজার কাছে বন্দর নির্মাণের পেছনে বাইডেনের গোপন উদ্দেশ্য কী? (গাজা ইস্যুতে) বীর পাইলট অ্যারন বুশনেলের নীতি-অবস্থানের সমর্থনে জনগণের বিক্ষোভ এবং গাজা যুদ্ধ বন্ধের দাবি জোরালো হওয়ার পর ধোঁকা দিয়ে মানুষের ক্ষোভ কমানোর জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারা মার্কিন জনগণের পাশাপাশি গোটা বিশ্বকে বলছে যে, এই বন্দরের কাজ হবে গাজার মানুষকে মানবিক ত্রাণ সরবরাহ করা। কিন্তু তাদের উদ্দেশ্য হলো ঐ অঞ্চল থেকে প্রাকৃতিক সম্পদ বিশেষ করে গ্যাস লুট করা।'

নাহলার পোস্ট

 

অ্যারন বুশনেল ছিলেন মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য। গত ২৫ ফেব্রুয়ারি  সামরিক বাহিনীর পোশাকে তিনি হাজির হন ওয়াশিংটনে ইসরাইলি দূতাবাসের সামনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছিলেন। সেখানেই ঘোষণা দেন, তিনি গণহত্যার সঙ্গে জড়িত থাকতে চান না।

এরপর নিজের শরীরে আগুন দেন। এ সময়ও তার আকুল আবেদন ছিল একটাই—‘ফিলিস্তিনের মুক্তি চাই।’ এর পরপরই বুশনেলকে উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে বাঁচানো যায়নি। হাসপাতালে তার মৃত্যু হয়।#

পার্সটুডে/এসএ/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ