মার্চ ২৫, ২০২৪ ১৮:৫৫ Asia/Dhaka
  • মার্কিন বাহিনীকে আকাশ ব্যবহারের অনুমতি দিলে রিয়াদে হামলা করবে সানা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইয়েমেনের ওপর হামলা চালানোর জন্য সৌদি আরব যেন কোনমতেই মার্কিন যুদ্ধবিমানকে সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়।

তিনি বলেন, “আমরা সৌদি আরবকে এই বার্তা দিচ্ছি যে, যদি তারা মার্কিন যুদ্ধবিমানকে ইয়েমেনের বিরুদ্ধে হামলা চালানোর জন্য তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয় তাহলে ইয়েমেন পাল্টা প্রতিশোধ হিসেবে রিয়াদে হামলা চালাবে।”

গতকাল (রোববার) ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আলী আল-হুথি এসব কথা বলেন।

একই সঙ্গে তিনি বলেন, ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সরকার নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনিদের পক্ষ হয়ে আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে লড়াই করবে। আলী আল-হুথি জোর দিয়ে বলেন, তাদের কাছে এমন অস্ত্র আছে যা আমেরিকা পর্যন্ত পৌঁছাতে সক্ষম।

গত ৭ অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে। এর প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী এডেন উপসাগর এবং লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের জাহাজে হামলা চালাচ্ছে। এই ঘটনায় ব্রিটেন এবং আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করলে হুথি সমর্থিত সামরিক বাহিনী মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরাইলের পাশাপাশি আমেরিকা ও ব্রিটেনের জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ