এপ্রিল ০৮, ২০২৪ ০৯:৪৩ Asia/Dhaka
  • ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
    ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানিয়েছেন, তার দেশের সেনারা ইহুদিবাদী ইসরাইল এবং ব্রিটেনের কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে।

এছাড়া, মার্কিন বাহিনীর দুটি ফ্রিগেটে ইয়েমেনের সেনারা হামলা চালিয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার নির্যাতিত জনগণের প্রতি সমর্থন জানিয়ে এসব হামলা চালানো হয় বলে জেনারেল সারিয়ি উল্লেখ করেছেন।

গতকাল (রোববার) রাজধানী সানায় এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, লোহিত সাগরে ব্রিটেনের কন্টেইনার জাহাজ ‘হোপ আইল্যান্ড’-এ হামলা চালানো হয়। নৌ বাহিনীর উপযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে জাহাজটিতে হামলা চালানো হয়েছে বলে জানান জেনারেল সারিয়ি।

এছাড়া, ভারত মহাসাগরে ইহুদিবাদী ইসরাইলের কার্গো জাহাজ এমএসসি গ্রেইস এফ- এ হামলা চালানো হয়েছে। এর পাশাপাশি এমএসসি জিনা নামে ইসরাইলের আরেকটি কন্টেইনার জাহাজে ইয়েমেনি সেনারা আঘাত আনে।

এদিকে, লোহিত সাগরে নৌ বাহিনীর কয়েকটি ড্রোন ব্যবহার করে মার্কিন সামরিক বাহিনীর দুটি ফ্রিগেটে আলাদা দুটি হামলা চালায় হুথি সমির্থিত সেনারা। তবে এসব হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

জেনারেল সারিয়ি বলেন, গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত দখলদারদের লক্ষ্যবস্তুতে ইয়েমেনের হামলা অব্যাহত থাকবে।#

পার্সটুডে/এসআইবি/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ